শোভন গায়েন। কলকাতা সারাদিন।
ভাইরাল অডিয়ো ঘিরে শোরগোল চলছেই। বেড রেস্টে চলে গিয়েছেন অনুব্রত। অন্যদিকে মঙ্গলবার বিকালে আবার বড় মিছিল করে ফেলেছেন কাজল শেখ।
সোজা কথায়, বিজেপি চেপে ধরলেও তৃণমূলের শক্তি প্রদর্শন চলছেই। এরইমধ্যে বীরভূমে ঘাসফুল শিবিরের অন্দরে বড়সড় ভাঙন। প্রচুর কর্মী তৃণমূল ছেড়ে চলে এলেন বিজেপিতে।
এদিনই সিউড়ি বিজেপি জেলা কার্যালয়ে সাঁইথিয়া বিধানসভার মাঠপলসা অঞ্চলের কুনিরী গ্রামের প্রায় ১৫০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বলে খবর। তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির বীরভূম সংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। এই নতুন দলবদল নিয়েই এখন জোরদার চর্চা জেলার রাজনৈতিক মহলে।
দলবদলেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন নবাগত কর্মীরা। বিজেপিতে যোগদান করে অচিন্ত্য দাস, গিরিধারী সরকাররা বলছেন, বর্তমানে গোটা বাংলার যা পরিস্থিতি কারও যদি বিবেক বোধ থাকে, বিবেকের দংশন হয়ে থাকে তাহলে তাঁরা কখনও তৃণমূল করতে পারবেন না। যদিও এদের অনেকেই আগে বিজেপি করলেও যোগ দিয়েছিলেন তৃণমূলে। এখন বলছেন ভুল বুঝতে ফিরেই তাঁদের এই ‘ঘর ওয়াপসি’।