সুমন তরফদার। কলকাতা সারাদিন।
শহরে শুরু হচ্ছে বড় দিনের উৎসব (Christmas Festival)। ডিসেম্বরের শহরে ঝলমলে আলোয় সেজে উঠেছে পার্কস্ট্রিট (Park Street)। বড়দিনের উৎসবের উদ্বোধন করতে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে (Allen Park) পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কলকাতার অ্যালেন পার্কে ক্রিসমাস কার্নিভাল আজ অর্থাৎ ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার বড়দিনের উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি, পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে (Allen Park) ক্রিসমাস কার্নিভ্যালের শুভ সূচনা করলেন। কলকাতার অ্যালেন পার্কে ক্রিসমাস কার্নিভাল আজ অর্থাৎ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলবে ৩০ ডিসেম্বর সোমবার পর্যন্ত।
ক্রিসমাস কার্নিভ্যালের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দার্জিলিংয়ের বন্ধুদের শুভেচ্ছা জানাই। আমার এখানে আসার কারণ আমি আর্চ বিশপের কথা শুনতে ভালবাসি। আমরা বাংলার মানুষ সব ধর্ম, সংস্কৃতিকে ভালবাসি। বাংলা সকলকে নিয়ে চলে। এটা একটা সুন্দর উৎসব। এটা আমাদের একার কৃতিত্ব নয়। বাংলার মানুষের কৃতিত্ব। ২৪ আর ২৫ এখানে গাড়ি চলবে না। এখানে সবাই এনজয় করুন। খাবার খান।’
তিনি জানান, ‘২৪ ও ২৫ তারিখ বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের রাস্তা কোন গাড়ি চলবে না। এই জায়গা ওয়াকিং স্ট্রিটে পরিণত হবে। ২৫ ডিসেম্বর কেন্দ্র ছুটি বাতিল করল। আমাদের রাজ্যে আমরা ছুটি রাখি। আমি মিডনাইট সেলিব্রেশনে যাই। আমি একটা কথা ভালবাসি, ক্রিসমাস মানে ভালবাসা, জয়, শান্তি, একটা ভালো শিক্ষা, একতা। গোটা বিশ্বে আমাদের শুভেচ্ছা রইল।’
তিনি তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ আমাকে নিমন্ত্রণ করায় আমি খুশি হই। আমি ভাগ্যবান যে আমি এই রাত উদযাপন করার সুযোগ পাই। আমি ক্রিসমাস ফেস্টিভ্যাল উপলক্ষ্যে একটা গান তৈরি করেছি। গত পরশু আমি করেছি এটা। ইন্দ্রনীল সেন ও শ্রীরাধা বন্দোপাধ্যায় এটা করেছেন।’