শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।
ভারতের শেয়ার বাজার কাঁপাতে আসবে হিরো মোটোকর্পের এই আইপিও। হিরো মোটোকর্প দেশের অন্যতম বড় গাড়ি-বাইক নির্মাতা সংস্থা। এবার গাড়ির বাজার (Hero Motors IPO) ছেড়ে শেয়ার বাজারেও জায়গা করে নেবে হিরো মোটোকর্প (Hero Motocorp)। এই সংস্থার অধীনস্থ হিরো মোটরসের আইপিও আসছে বাজারে।
৯০০ কোটি টাকা মূল্যের ইস্যু সাইজ হতে চলেছে এই আইপিওর।
৫০০ কোটি মূল্যের নতুন শেয়ার ছাড়বে হিরো
২৩ অগাস্ট ইতিমধ্যেই হিরো মোটরস এই আইপিও আনার জন্য ড্রাফট জমা দিয়েছে সেবির কাছে। সেই আইপিওর ড্রাফট অনুযায়ী হিরো মোটরস তাদের এই আইপিওর মাধ্যমে ৫০০ কোটি টাকার নতুন শেয়ার এবং ৪০০ কোটি টাকার অফার ফর সেলের শেয়ার ইস্যু করবে। এই অফার ফর সেলের মাধ্যমে এই সংস্থার প্রোমোটাররা অর্থাৎ মালিকরা তাদের স্টেক কমাতে চাইছে মূলত তাদের ভাগের শেয়ার বিক্রি করে।
বেশ কিছু বিনিয়োগকারীও শেয়ার বিক্রি করবে
হিরো মোটরস মূলত সাউথ এশিয়া গ্রোথ ইনভেস্ট সংস্থার দ্বারা পরিচালিত। এই আইপিওর মাধ্যমে সংস্থার মালিক ওপি মুঞ্জল হোল্ডিং পরিকল্পনা করেছে এই শেয়ার বিক্রি করে ২৫০ কোটি টাকা বাজার থেকে তোলার।
এছাড়া ভাগ্যোদয় ইনভেস্টমেন্টস এবং হিরো সাইকেল সংস্থাও এই হিরো মোটরসে তাদের শেয়ার বিক্রি করতে চায় অফার ফর সেলের মাধ্যমে। এর মাধ্যমে ৭৫ কোটি টাকা করে তুলতে চায় এই সংস্থা দুটি।
সম্প্রতি সংস্থার মালিক ওপি মুঞ্জল হোল্ডিংস হিরো মোটরসে ৭১.৫৫ শতাংশ স্টেক নিয়ে রেখেছে। অন্যদিকে ভাগ্যোদয় ইনভেস্টমেন্টস এই সংস্থায় ৬.২৮ শতাংশ স্টেক হোল্ড করে, হিরো সাইকেলের স্টেক আছে ২.০৩ শতাংশ। সাউথ এশিয়া গ্রোথ ইনভেস্ট এলএলসি হিরো মোটরসে ১২.২৭ শতাংশ স্টেক রেখেছে।
বিএমডব্লিউ এবং ডুকাটি সংস্থার গ্রাহক
এই হিরো মোটরস সংস্থা বৈদ্যুতিন ও অ-বৈদ্যুতিন পাওয়ারট্রেনের গাড়ি তৈরি করে। এই সংস্থার গ্রাহকদের মধ্যে রয়েছে আমেরিকা, ইউরোপ এবং ভারত ও এশিয়ান। এর বড় গ্রাহকদের মধ্যে রয়েছে বিএমডব্লিউ, ডুকাটি, এনভাইলো ইন্টারন্যাশনাল, ফর্মুলা মোটোস্পোর্ট, হামিং বার্ড ইভি।