দাবি না মানা পর্যন্ত কৃষক ও গরীব মানুষের স্বার্থে রেলের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি মন্ত্রী বেচারামের। ডিআরএম’কে দেওয়া হলো ডেপুটেশন। মঙ্গলবার রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে হাওড়ায় ডিআরএম অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়।
হাওড়া-বর্ধমান কর্ড ও তারকেশ্বর লাইনের সিঙ্গুর, হরিপাল ও চন্ডীতলায় মোট ১৮টি জায়গায় সাবওয়ে তৈরির দাবিতে এদিন ওই বিক্ষোভ অভিযান হয়। মন্ত্রী বেচারাম মান্না বলেন, কৃষক ও গরীব মানুষের স্বার্থে যতক্ষণ না পর্যন্ত রেল এই দাবি মানছে ততক্ষণ এই আন্দোলন চলবে। প্রয়োজনে এই দাবিতে আরও জোরদার আন্দোলন হবে। গ্রামে গ্রামে কৃষকদের সঙ্গে নিয়ে আন্দোলন হবে। প্রয়োজনে রেললাইনের পাশ ধরে হাওড়ার ডিআরএম অফিস পর্যন্ত মিছিল হবে। সাইকেল মিছিল হবে। হাওড়া-তারকেশ্বর ও হাওড়া-বর্ধমান কর্ড শাখার ১৮টি জায়গায় অবিলম্বে রেলকে আমরা সাবওয়ে তৈরি করে দেওয়ার দাবি জানিয়েছি।
এর পাশাপাশি ভাবাদীঘির সমস্যা মিটিয়ে দ্রুত হাওড়া-বিষ্ণুপুর ট্রেন লাইন চালু করারও দাবি জানানো হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জি, মিতালী বাগ, বিধায়ক ডাঃ করবী মান্না, গৌতম চৌধুরি, স্বাতী খোন্দকার, অরিন্দম গুঁই, হাওড়া সদর আইএনটিটিইউসির সভাপতি অরবিন্দ দাস।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলির বিভিন্ন এলাকার বহু কৃষকও। এদিন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমারের কাছে স্মারকলিপি জমা দেন।