সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
কয়েকদিন পরেই রথযাত্রা। দিঘায় রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের মন্দিরে সাজো সাজো রব। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হচ্ছে দিঘায়। সেই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সব বিধায়ককে রথযাত্রা উদযাপন করার নির্দেশ দিয়েছেন। আগামী ২৭ জুন রথযাত্রা। ওই দিন সব বিধায়ক নিজের এলাকায় উপস্থিত থাকবেন। প্রত্যেক বিধানসভা এলাকায় রথযাত্রা হবে এবং সেখানেই তাঁরা উপস্থিত থাকবেন। এদিন বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিঘাতে এই বছর প্রথম জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথযাত্রা বেরোবে। সেই যাত্রা নিয়ে মন্দির কর্তৃপক্ষের প্রস্তুতি তুঙ্গে। প্রশাসনও চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রভু জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে মাসিরবাড়ি যাবেন। সেই মাসিরবাড়ি এলাকা সাজানোর ব্যবস্থা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রথযাত্রার দিন দিঘায় থাকবেন। খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী রথের রশি টেনে এই যাত্রার সূচনা করবেন।
দিঘায় মন্দিরের পাশের রাস্তার দু’পাশে ব্যারিকেড থাকবে। তার ভিতরেই সাধারণ মানুষ থাকবেন। কিন্তু সকলে যাতে রথের দড়ি ছুঁতে পারেন, সেই ব্যবস্থা করবে প্রশাসন। রথের দিন দিঘায় মন্ত্রীদের মধ্যে অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, সুজিত বসুরা থাকতে পারেন। উল্টো রথের সময় মন্ত্রী-বিধায়কদের একটা বড় অংশ দিঘা যেতে পারেন। সেকথাও এদিন জানা গিয়েছে।
সোমবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকের আগে মুখ্যমন্ত্রী স্পিকারের ঘরে যান। সেখানে তিনি কিছুক্ষণ ছিলেন। সূত্রের খবর, সেই সময় মুখ্যমন্ত্রীর হাতে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি তুলে দেন বিধানসভার অধ্যক্ষ।

এই ছবি পেয়ে খুশি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এই ছবি নবান্নে দেওয়ালে টাঙ্গানো হবে। একই সঙ্গে মন্ত্রী এবং দলীয় বিধায়কদের দিঘার জগন্নাথ মন্দিরের ছবি নিজের দপ্তরে ও কার্যালয়ে টাঙ্গানোর নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।