সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
দৈনন্দিন জীবনে পথ দুর্ঘটনা কমাতে ট্রাফিক সচেতনতার পাঠ সোনারপুরের জ্যোতির্ময় পাবলিক স্কুলে। দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে পথ সুরক্ষায় সচেতনতা গড়ে তোলার জন্য এমন অভিনব উদ্যোগ গ্রহণ করল জ্যোতির্ময় পাবলিক স্কুল।
ছাত্র জীবন থেকেই পথ নিরাপত্তার পাঠ, পথ সুরক্ষায় সোনারপুরের জ্যোতির্ময় পাবলিক স্কুলের এমন অভিনব উদ্যোগে পাশে দাঁড়াতে এগিয়ে এলো বারুইপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
প্রতিদিন রাস্তায় বেরিয়ে কিভাবে চলাফেলা করা উচিত? কীভাবে চলাফেরা করলে দুর্ঘটনা এড়ানো যায়? ছোট থেকেই ছাত্র-ছাত্রীদের পথ নিরাপত্তার বিভিন্ন কৌশল শেখানোর উদ্যোগ গ্রহণ করেছেন জ্যোতির্ময় পাবলিক স্কুলের কর্ণধার ডক্টর পার্থসারথী গাঙ্গুলী এবং প্রিন্সিপাল সুশান্ত দাস।
#JyotirmoyPublicSchool #RoadSafetyAwareness #SafeDriveSaveLife
রাস্তাই জীবন, আর জীবনই সচেতনতা—এই বার্তা সাধারণ মানুষের কাছে বেশি করে পৌঁছে দিতে ইতিমধ্যেই বারুইপুর জেলা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টের উদ্যোগে ১ জুলাই থেকে ৮ জুলাই, ২০২৫ পর্যন্ত উদযাপন করা হচ্ছে ‘রোড সেফটি অ্যাওয়ারনেস সপ্তাহ’। আর সেই কর্মসূচিকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে জ্যোতির্ময় পাবলিক স্কুল।
বৃহস্পতিবার সোনারপুরের জ্যোতির্ময় পাবলিক স্কুলের উদ্যোগে একটি রোড সেফটি র্যালি অনুষ্ঠিত হয়, যা জ্যোতির্ময় নলেজ পার্ক, সোনারপুর থেকে শুরু হয়ে পৌঁছায় তেমাথা মোড়ে। ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে রাস্তায় শৃঙ্খলা বজায় রেখে অংশগ্রহণ করে। মূল বার্তা ছিল — ‘Safe Drive, Save Life’।
🎨 র্যালির পর স্কুলে অনুষ্ঠিত হয় একটি 'সিট অ্যান্ড ড্র' প্রতিযোগিতা, যেখানে ছাত্রছাত্রীরা ট্রাফিক সচেতনতা বিষয়কে কেন্দ্র করে চমৎকার চিত্র তুলে ধরে।

👮♂️ এরপর এক বিশেষ সচেতনতা সেশন পরিচালনা করেন বারুইপুর পুলিশ জেলার ট্রাফিক বিভাগ।

বিশেষ অতিথি ছিলেন ডিএসপি (ট্রাফিক) গৌতম চক্রবর্তী। ডিএসপি গৌতম চক্রবর্তী নিজের বক্তব্যে হেলমেট পরার প্রয়োজনীয়তা, মোবাইল ফোন ব্যবহার না করা, জেব্রা ক্রসিং ব্যবহার, ট্রাফিক সিগনাল মেনে চলা— এই গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরেন। সেশনে ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রশ্ন করে ও সচেতন আচরণের গুরুত্ব বোঝে।

🏆 প্রতিযোগিতার বিজয়ীরা হলেন:
1️⃣ শেবম মন্ডল (ক্লাস VIII D)
2️⃣ সারা ময়িশা আখতার (ক্লাস VIII E)
3️⃣ রাজন্যা মন্ডল (ক্লাস VIII C)
অভিনন্দন সকল বিজয়ী ও অংশগ্রহণকারীদের!

এই ‘রোড সেফটি অ্যাওয়ারনেস সপ্তাহ’ শিক্ষার্থীদের মধ্যে রাস্তায় দায়িত্ববান আচরণ ও জীবন রক্ষার গুরুত্ব সম্পর্কে একটি গভীর বার্তা পৌঁছে দেয়।
ভবিষ্যতের নাগরিকদের আরও সচেতন ও সুশৃঙ্খল করে তোলাই ছিল এই আয়োজনের প্রধান লক্ষ্য।