দুটি তিল কাছিম ও একটি কেউটে সাপ উদ্ধার করে পরিবেশে মুক্ত করে দেওয়া হল। জানা গেছে মঙ্গলবার বাগনানের বাকসীহাট গ্রাম পঞ্চায়েত এলাকার পড়ুয়া শেখ মোহাম্মদ ইসমাইল প্রাইভেট টিউশানি সেরে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে ঝুপড়ির মধ্যে একটি তিল কাছিমকে দেখতে পান।
সে তিল কাছিমটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। পরে বন্যপ্রাণ উদ্ধারকারী সন্দীপ মন্ডল তিল কাছিমটিকে জলাশয়ে মুক্ত করে দেন। অন্যদিকে এদিন ভোলসার গ্রামের বাসিন্দা শেখ সামসুল রহমান রাস্তা থেকে প্রায় এক কিলো ওজনের একটি তিল কাছিম উদ্ধার করেন।
পরে শেখ সাবির আলি ও ভাস্কর ভট্টাচার্য্য কাছিমটিকে উদ্ধার করে জলাশয়ে ছেড়ে দেন। অপরদিকে দেউল গ্রামের বাসিন্দা বিজয় বিশ্বাস জলের পাইপ লাইনের কাজ করার সময় একটি বিষধর কেউটে সাপ দেখতে পান।
বন্যপ্রাণ উদ্ধারকারী সোমনাথ ঢালী এবং ছোট্টু মন্ডল কেউটে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে মুক্ত করে দেন।