সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
তিনি নাকি বারবার মুখ খুলতে চেয়েও পারেননি রাজন্যা হালদার! আজ কসবা-কাণ্ডের পর বিস্ফোরক তিনি। তাঁর বিকৃত ছবি নাকি ছড়িয়ে দেওয়া হচ্ছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মোবাইলে। ইতিমধ্যেই সেই অভিযোগ সামনে এনেছেন তিনি। তবে এতদিন চুপ ছিলেন কেন? কেন কোনও অভিযোগ দায়ের করেননি? তা এবার স্পষ্ট করলেন তৃণমূলের বহিষ্কৃত নেত্রী রাজন্যা হালদার।
রাজন্যা বলেন, “আমার এআই দিয়ে বিকৃত করা ছবি রাখা হয়েছিল কসবা-কাণ্ডের অভিযুক্তের মোবাইলে। সেই ছবি দেখানো হত জুনিয়রদের। ওই ছবি দেখে পৈশাচিক আনন্দ উপভোগ করত ওরা। আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম।” এদিন রাজন্যা আরও জানান, সম্প্রতি ওই টিএমসিপি নেতার বিরুদ্ধে মুখ খোলায় তাঁকে নাকি নানা কথা শুনতে হচ্ছে। তাঁর দাবি, ২১ জুলাইয়ের মঞ্চে বক্তৃতা দেওয়ার আগে তিনি ‘কার সঙ্গে কী করেছিলেন’, সে সব নাকি ফাঁস করে দেওয়ার কথা বলা হচ্ছে।
রাজন্যার আরও বক্তব্য, তিনি কারও বিরুদ্ধে কোনও অভিযোগ জানাতে চাননি, কারণ তিনি মুখ খুললেই তৃণমূলের দিকে আঙুল উঠত। তিনি চাননি, তাঁর দলকে কোনওভাবে অপমানিত হতে হোক। এই প্রসঙ্গে এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘রাজন্যার আরও আগে এ কথা বলা উচিত ছিল। শুধু রাজন্যা নয়, তাঁর মতো আরও মেয়ে, যাঁদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, তাঁদের প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত ছিল রাজন্যার।’

অন্যদিকে, টিএমসিপি-র রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীর দাবি, এমন কোনও অভিযোগ তাঁদের আমাদের কাছে আসেনি। অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।