সুমন তরফদার। কলকাতা সারাদিন।
সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে ১২ লক্ষ টাকা নিয়ে ভুয়ো কাগজপত্র বানিয়ে দিয়েছিল অভিযুক্তরা। পরে দপ্তরে যোগাযোগ করতেই প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বনগাঁ থানায় অভিযোগ | অভিযোগ পেয়ে তিনজনকে সোমবার রাতে গ্রেফতার করলে পুলিশ |
সেই অভিযুক্তদের মধ্যে একজন সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (নির্বাহী সহায়ক) এবং সুপারভাইজার রয়েছে | ধৃতদের নাম মোহর আলী মন্ডল বাড়ি বনগাঁ থানার পাটশিমুলিয়া,স্থানীয় সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার হিসেবে কর্মরত | ধৃত বিশ্বজিৎ মন্ডল বাড়ি অশোকনগর | এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পঞ্চায়েতের নির্বাহী সহায়ক হিসাবে কর্মরত |
সম্রাট চন্দ্র বাড়ি হাবরা বানিপুর | অভিযোগ বিশ্বজিৎ ও সম্রাট দীর্ঘদিন ধরে চাকরি দেয়ার নাম করে প্রতারণা চক্র চালাচ্ছে | ধৃত মোহর আলী মন্ডল বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার হিসেবে কর্মরত | এই চক্রের সঙ্গে কারা কারা আছে তা জানতে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ |
পুলিশ জানিয়েছে গত জুলাই মাসে বনগাঁর রাওতারা এলাকার বাসিন্দা আব্দুল হাই মন্ডল বনগাঁ থানায় ধৃতোদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল |