সুমন তরফদার। কলকাতা সারাদিন।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ডঃ এনগুয়েন থান হাই।
নবান্নে মমতার সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূতের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।
জানা গিয়েছে বাংলায় বিভিন্ন বণিক সভা এবং শিল্পপতির সঙ্গে বৈঠকে বাংলার যে বিনিয়োগবান্ধব ভাবমূর্তি তৈরি হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রীর ভূমিকার ভূয়ষী প্রশংসা করেন ভিয়েতনামের রাষ্ট্রদূত।

অন্যদিকে, আগামী ১০ জুলাই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ কলকাতায় আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে নবান্নে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। পহেলগাঁও হামলার পর এই দুই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, এই বৈঠকে পহেলগাঁও হামলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর তৃণমূলের একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দল জম্মু ও কাশ্মীর সফর করে এবং ওমর আব্দুল্লাহর বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের প্রশংসা করেছিলেন ওমর আব্দুল্লাহ।