মহিউদ্দিন আহমেদ। বীরভূম।
বীরভূম ডিষ্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে এবং বেঙ্গল ল কলেজ ও ইলামবাজার থানার যৌথ সহযোগিতায় ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস ডে উদযাপন করা হয় বোলপুর পার্শ্ববর্তী বেঙ্গল ল কলেজে। আইনের বিভিন্ন বিষয় ও আইনী পরিষেবা কি ভাবে প্রদান করা হয় সে সম্পর্কের আলোচনায় এদিন অংশগ্রহন করেন বেঙ্গল ল কলেজের আইন বিভাগের পাঠরতা ছাত্র ছাত্রীরা।
সাধারন মানুষ, মহিলা, শিশু, শ্রমিক, প্রাকৃতিক দূর্যোগের শিকার হওয়া সাধারন মানুষ ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি ( সুপ্রিম কোর্টের ) নির্দেশ মতো প্রতিটি জেলার জেলা আদালতের অধীনস্ত ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি এ্যাক্ট অনুযায়ী কি ভাবে,বিনামূল্যে আইনী সহায়তা পেতে পারেন সে বিষয়ে বিস্তারিত ব্যাখা করেন ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ।
বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল, বলেন, সাধারন মানুষ পুলিশ, ডিএলএসএ, কোর্টে যান, তারা সমস্যায় পড়েই যান, তারা যেন আইনী সাহায্য পরামর্শ দেওয়া যায় সেটা দেখতে হবে। সাধারন মানুষকে আইনী সহায়তা দেওয়ার বিষয়টা দেখতে হবে আমাদের।

উল্লেখ্য, ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির নির্দেশে সাধারন গরিব দুঃস্থ মানুষদের বিনামূল্যে আইনী সহায়তা পৌছে দিতেই এদিন সারা দেশ জুড়েই ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস ডে উদযাপন করা হয়। এদিনের এই সভা পরিচালনা করেন বেঙ্গল ল কলেজের অধ্যক্ষা অনিন্দিতা দত্ত সরকার।
উপস্থিত ছিলেন বোলপুরের এসডিপিও আই পি এস রিকি আগরওয়াল, ইলামবাজার থানার ওসি দেবাশীষ পন্ডিত, ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ।