সুমন তরফদার। কলকাতা সারাদিন।
লড়াইটা হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে। কেন্দ্রের সঙ্গে ভাষা নিয়ে বাকবিতণ্ডার মাঝেই বাজেটে লোগেতে টাকার প্রতীক বদল তামিলনাড়ু সরকারের। এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার সে রাজ্যের ২০২৫-২৬ বাজেটে সরকারী রুপি প্রতীকের (₹) বদলে তামিল অক্ষর ‘রু’ (ரூ) ব্যবহার করেছে। ‘রু’ এসেছে তামিল শব্দ ‘রুবাই’ থেকে, যার তামিল ভাষায় অর্থ ‘টাকা’।
বৃহস্পতিবার বাজেটের লোগো প্রকাশ্যে আসতেই ফের তরজায় স্ট্যালিন সরকারের সঙ্গে কেন্দ্রের সংঘাত।
জাতীয় শিক্ষা নীতির (NEP) বিরুদ্ধে কড়া অবস্থানের কারণেই এই পরিবর্তন বলে মত রাজনৈতিক মহলের একাংশের। শুক্রবার বাজেট পেশের আগে বৃহস্পতিবার বাজেট নিয়ে একটি টিজার প্রকাশ করেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিন। এখানেই প্রকাশ্যে তামিল ভাষায় ‘রুপি লোগো’-সহ বাজেটের ঘোষণা। টিজার শেয়ার করে, মুখ্যমন্ত্রী স্টালিন লিখেছেন, “সমাজের সমস্ত অংশের উপকারের জন্য তামিলনাড়ুর ব্যাপক উন্নয়ন নিশ্চিত করতে…”
যদিও এ প্রসঙ্গে ডিএমকে নেতা সরবনান আন্নাদুরাই বলেন, “আমরা রুপির জন্য তামিল শব্দটি ব্যবহার করেছি। এটি কোনও প্রতিযোগিতা নয়, এতে কিছুই অবৈধ নেই। আমরা তামিল ভাষাকেই অগ্রাধিকার দেব, এ কারণেই সরকার এটি বেছে নিয়েছে। আমি শুধু বলেছি তামিলকে সঠিকভাবে প্রচার করতে। তামিলনাড়ু ধারাবাহিকভাবে শিক্ষা ক্ষেত্রে ভাল করছে। এখান থেকে মানুষ উত্তর ভারতে যাচ্ছেন না, তারা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে যাচ্ছেন। বিজেপি এটি হজম করতে পারছে না”।
তামিল শব্দ ‘রুবাই’ দিয়ে ডিজাইন করা ওই চিহ্নটির ডিজাইন করেছেন থিরু উদয় কুমার। তিনি এক প্রাক্তন ডিএমকে বিধায়কের পুত্র। ডিজাইনারেরও ভূয়সী প্রশংসা করেন ডিএমকে নেতা সরবনান আন্নাদুরাই। তিনি বলেন, ”দেশের গর্ব হওয়া উচিত যে কেউ তামিলনাড়ু থেকে এটি ডিজাইন করেছেন। এটি কে ডিজাইন করেছেন তা বড় কথা নয়, তামিল ভাষা প্রচারের বিষয়ে, কোনও আইন আমাদের এটি ব্যবহার করতে বাধা দেয় না।” সরকারি কর্মকর্তাদের মতে, লোগো পরিবর্তন শুধুমাত্র রাজ্য বাজেট পেপারেই হবে এবং মুদ্রায় নয়।
অন্যদিকে এ প্রসঙ্গে বিজেপি নেতা তামিলিসাই সৌন্দরারাজন বলেন, ”কেবলমাত্র রাজনীতির জন্য ব্যবহার করা হচ্ছে। আমি তামিল শব্দ ব্যবহারের বিরুদ্ধে নই। তবে এটা শুধুমাত্র একটি রাজনৈতিক নাটক। কেন তারা তাদের সন্তানদের সরকারি স্কুলে পড়াচ্ছে না? বিজেপিও তামিল নিয়ে গর্বিত কিন্তু ডিএমকে তামিল ভাষার একমাত্র রক্ষক হতে পারে না।”

তামিলনাড়ুর বিজেপি প্রধান বিরোধী নেতা আন্নামালাই স্ট্যালিন সরকারের এই পদক্ষেপকে ‘বোকামি’ বলে অভিহিত করেছেন। ভারতীয় টাকার চিহ্ন ‘রুপি’ (₹) ডিজাইন করেছিলেন এক তামিল ডিজাইনারই। সেই প্রসঙ্গ টেনেই সোশ্যাল মিডিয়ায় তামিল ভাষায় তৈরি নয় প্রতীককে তুলোধনা করেছেন আন্নামালাই। তিনি লিখেছেন, ”ডিএমকে সরকারের ২০২৫-২৬ রাজ্য বাজেট রুপি প্রতীকটি প্রতিস্থাপন করেছে যা একজন তামিল দ্বারা ডিজাইন করা হয়েছিল, যা সারা দেশ গ্রহণ করেছিল এবং আমাদের মুদ্রায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। থিরু উদয় কুমার, যিনি প্রতীকটি ডিজাইন করেছিলেন, তিনি একজন প্রাক্তন DMK বিধায়কের পুত্র। কতটা বোকা হতে পারো, থিরু”