রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস তাঁর ৪৩তম জন্মদিনে রীতিমতো আগুন ধরিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়!
ইনস্টাগ্রামে শেয়ার করা এক মনোরম ভিডিও রিলে দেখা গেল, নিক জোনাস ও কন্যা মালতী মারির সঙ্গে একান্তে সমুদ্রতটে সময় কাটাচ্ছেন বলিউড-হলিউড কুইন।
🔸 স্বপ্নময় বিচ ভ্যাকেশন
ভিডিওটিতে দেখা যায়, প্রিয়াঙ্কা একটি উজ্জ্বল হলুদ বিকিনিতে রোদে স্নান করছেন, নিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ভাগ করছেন, আর কন্যা মালতীর সঙ্গে খেলায় মগ্ন। ক্যামেরায় ধরা পড়েছে ভালোবাসা, হাসি আর এক অনাবিল শান্তির ছবি।

🔸 প্রিয়াঙ্কার আবেগঘন বার্তা
ভিডিওর সঙ্গে প্রিয়াঙ্কা লেখেন, “আরও একটি বছর সূর্যকে ঘিরে ঘোরার প্রস্তুতি নিচ্ছি… আমি কৃতজ্ঞ। এই বিশ্বব্রহ্মাণ্ডের সুরক্ষা আমাকে শক্তি দেয়। আমার পরিবারই আমার সবচেয়ে বড় উপহার।”

তিনি আরও যোগ করেন, “তাই ৪৩-এ প্রবেশ করছি সীমাহীন কৃতজ্ঞতা নিয়ে!”
🔸 নিক জোনাসের প্রেমময় ট্রিবিউট
নিক জোনাস তাঁর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি মিউজিক রিল শেয়ার করেন, যেখানে ব্যাকগ্রাউন্ডে চলছে জোনাস ব্রাদার্সের “I Can’t Lose”। ভিডিওর শুরুতে দেখা যায়, নিক একা বিচে হাঁটছেন – “Without her”। এরপর প্রিয়াঙ্কা আসতেই হাসি ফোটে নিকের মুখে – “With her”। জুটির রোমান্টিক ডান্স, চুমু আর রঙময় মুহূর্ত মন ছুঁয়ে যায় নেটিজেনদের।

🔸 ভক্তদের শুভেচ্ছায় ভেসে গেলেন প্রিয়াঙ্কা
সেলেব এবং ভক্তদের তরফে আসছে একের পর এক শুভেচ্ছা। কেউ লিখেছেন, “তুমি সত্যিই আশীর্বাদপ্রাপ্ত, প্রিয়াঙ্কা!”, আর একজন লিখেছেন, “তোমার মতো কেউ নেই এই দুনিয়ায়।”

🔸 আগামী দিনে কী আসছে প্রিয়াঙ্কার ঝুলিতে?
সম্প্রতি তাঁকে দেখা গেছে Heads of State সিনেমায়, যেখানে তিনি অভিনয় করেছেন Idris Elba ও John Cena-র সঙ্গে। এবার তিনি প্রস্তুত হচ্ছেন এস এস রাজামৌলির বড় প্রোজেক্ট SSMB29-এর জন্য। ছবিতে থাকবেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। শ্যুটিং শুরু হতে চলেছে তানজানিয়াতে।

🔸 জন্মদিন মানেই স্টাইল স্টেটমেন্ট
প্রিয়াঙ্কা নিজের জন্মদিনে শুধু বিচে সময় কাটাননি, সঙ্গে শেয়ার করেছেন বেশ কিছু গ্ল্যামারাস ছবি — কখনও বিকিনিতে, কখনও স্টাইলিশ বডিকন ড্রেসে, কখনও মালতীর সঙ্গে খুনসুটি। তাঁর প্রতিটি ছবি যেন এক-একটা ফ্যাশন ইনস্পিরেশন।