শোভন গায়েন। কলকাতা সারাদিন।
বাংলার ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার আবহে গত সপ্তাহেই বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে বাংলা সফরে আসছেন নরেন্দ্র মোদির ডেপুটি অমিত শাহ। আর অমিত শাহের উপস্থিতিতেই বাংলায় বিজেপির রাজ্য কমিটির যে খোলনলচে বদলানোর কথা দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, তার সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে শমীক ভট্টাচার্য বাংলায় বিজেপির রাজ্য সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পরেও বহু পুরনো বিজেপি নেতা এখনো দলের সংগঠনে জায়গা না পেয়ে অভিমানে মুখ ঘুরিয়ে রয়েছেন বিজেপির যাবতীয় কর্মসূচি থেকে। দলের নতুন রাজ্য সভাপতি বারে বারে তাদেরকে ফেরানোর জন্য বার্তা দিলেও অনেকেই অভিমান কাটিয়ে ওঠেননি। তাই রাজ্য কমিটি এবং সাংগঠনিক যাবতীয় দায়-দায়িত্বের তালিকা বদল হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
আগামী ৩০ ও ৩১ ডিসেম্বরের সাংগঠনিক কর্মসূচিতে শাহের উপস্থিতিতেই এই তালিকা প্রকাশ্যে আসার সম্ভাবনা প্রবল। বিজেপির পুরনো কর্মীদের সক্রিয় করার সাম্প্রতিক কর্মসূচিতে দিলীপ ঘোষের অনুপস্থিতি জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে রদবদল হলে দলের অন্দরে ক্ষোভ বা বিক্ষোভের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। নতুন কমিটির তালিকায় কাদের নাম থাকছে, তা নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা।
বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, ২৯ ডিসেম্বর রাতে সল্টলেকের দফতরে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। ৩০ ডিসেম্বর অমিত শাহের সাংবাদিক সম্মেলন রয়েছে। ৩০ ডিসেম্বর ভোট নিয়ে বিজেপির কোর কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেদিনই ভোটের আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক করবেন শাহ। ৩১ ডিসেম্বর গিরিশ ঘোষের মূর্তিতে মাল্যদান ও সিস্টার নিবেদিতার বাড়ি যাবেন শাহ। সেদিন সায়েন্স সিটিতে কলকাতার সমস্ত ওয়ার্ডের বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করবেন শাহ।
দলীয় সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই খসড়া এসআইআর তালিকা প্রকাশিত হয়েছে এবং তাতে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। বৈঠকে এই বিষয়টি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের উদ্বেগ কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে কৌশল নির্ধারণ করা হবে। পাশাপাশি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনমত এবং দলের প্রচার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করবেন অমিত শাহ।