শোভন গায়েন। কলকাতা সারাদিন।
শিয়ালদহ ও হাওড়া শাখায় চলতি মাসের মাঝামাঝি সময়ে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল হওয়ার কারণে নিত্যযাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
আগামী ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত হাওড়া কর্ড এবং মেন লাইনে মোট ১৮৬টি ট্রেন বাতিল থাকবে। এই বাতিলের পিছনে কারণ হিসেবে মসাগ্রামে চলমান রেলের কাজকে উল্লেখ করা হয়েছে।
রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি, ফলে যাত্রীদের মধ্যে ভোগান্তি বাড়ছে।
বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে জনপ্রিয় হাওড়া-বর্ধমান, ব্যান্ডেল-বর্ধমান, শিয়ালদা-বর্ধমান ও বর্ধমান-শিয়ালদা লোকাল ট্রেন। ১৪ নভেম্বরের পর ১৬ নভেম্বর এবং ৭ নভেম্বরেও বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। বাতিল ট্রেনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ট্রেনগুলি হলো-হাওড়া-বর্ধমান লোকাল (কর্ড ও মেন লাইন), ব্যান্ডেল-বর্ধমান লোকাল (মেন লাইন), এবং শিয়ালদা-বর্ধমান লোকাল (মেন লাইন)। চলতি মাসের এই ট্রেন বাতিলের খবর যাত্রীদের জন্য বড়সড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে যারা প্রতিদিন অফিস, স্কুল বা কলেজে যাতায়াত করেন।
যাত্রীদের অভিযোগ, এই ধরনের পরিকল্পনা আগে থেকেই জানালে তারা সঠিকভাবে তাদের যাতায়াতের ব্যবস্থা করতে পারতেন। বর্তমানে, রেল কর্তৃপক্ষের এই কার্যক্রমের ফলে অজানা এবং অসুবিধার মুখে পড়তে হচ্ছে হাজার হাজার নিত্যযাত্রীকে। এমন পরিস্থিতিতে দ্রুত রেল কর্তৃপক্ষের কাছে ন্যূনতম তথ্য সরবরাহের দাবি উঠেছে, যাতে করে যাত্রীরা নিজেদের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেন।