প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
পেট খারাপ হোক বা থাইরয়েড-শরীরের পান থেকে চুন খসলেই তার উপসর্গ দেখা দেয়। সেখানে শরীরে ক্যানসারের মতো মারণ রোগ বেড়ে চলেছে, তার লক্ষণ ধরা পড়বে না? নিঃশব্দে শরীরে বাসা বাঁধে ক্যানসার। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে জীবন বেঁচে যায়। কিন্তু যতক্ষণে রোগ ধরা পড়ে, বহু দেরি হয়ে যায়। তাই ক্যানসারের লক্ষণগুলোকে উপেক্ষা করে যাওয়া উচিত নয়।
অনেক সাধারণ লক্ষণই ক্যানসারের ইঙ্গিত বহন করে। সেগুলো কী-কী? রইল তালিকা।
১) বৃষ্টিতে ভিজে জ্বর আসতে পারে। কিন্তু কোনও কারণ ছাড়াই প্রায় দিন জ্বরে ভুগলে সাবধান। ক্যানসারে আক্রান্ত হলে প্রায় রাতেই জ্বরে ভোগেন অনেকে। রাতে ঘন ঘন জ্বর আসার লক্ষণ ক্যানসারেরও হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
২) ত্বক হঠাৎ করে কালো দেখাচ্ছে? ত্বকের বর্ণ একটু অন্য রকম লাগছে? ক্যানসারের লক্ষণ ত্বকেও দেখা দেয়। ছোট ফুসকুড়িও ক্যানসারের লক্ষণ হতে পারে। তাই হঠাৎ করে কোনও পরিবর্তন দেখতে পেলেও চিকিৎসকের কাছে যান।
৩) আরথ্রাইটিসের সমস্যা থাকলে গাঁটের ব্যথা-যন্ত্রণা স্বাভাবিক। কিন্তু কোনও কারণ ছাড়া যদি হাঁটু থেকে কোমর শরীরের বিভিন্ন অংশে ব্যথা-যন্ত্রণা হয়, সাবধান থাকুন। এই ধরনের ব্যথা-যন্ত্রণা দীর্ঘস্থায়ীও হতে পারে।
৪) শরীরে ক্যানসার বাসা বাঁধলে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতা থেকে নিঃশ্বাস নিতে সমস্যা হয়। একটু জোরে হাঁটাচলা করলেই শ্বাস নিতে সমস্যা হয়। যাঁদের অ্যাজ়মা রয়েছে, তাঁদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা কমন। কিন্তু কারণ ছাড়াই যদি নিঃশ্বাস নিতে সমস্যা হয়, তাহলে সেটা ক্যানসারের লক্ষণ হতে পারে।
৫) ডায়েট করে ওজন কমালে ঠিক আছে। কিন্তু কোনও কারণ ছাড়াই ওজন কমে যাওয়া মোটেই সাধারণ বিষয় নয়। ক্যানসারে হঠাৎ করে ওজন কমতে থাকে। আবার অন্য কোনও রোগেরও লক্ষণ হতে পারে হঠাৎ করে ওজন কমে যাওয়া। এসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।