ব্রেকিং

Indian Super League 2024 : কবে শুরু আইএসএল, কবে ফাইনাল? জেনে নিন বিস্তারিত

শোভন গায়েন। কলকাতা সারাদিন। আইএসএল শুরুর দিনক্ষণ জানাল এফএসডিএল। ১৩ সেপ্টেম্বর শুরু হবে আইএসএল। ৪ মে ফাইনাল। প্রায় আট মাস ধরে চলবে আইএসএল। আইএসএলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি প্রমো পোস্ট করা হয়েছে। ৯ সেকেন্ডের প্রমোতে আইএসএল শুরুর তারিখ উল্লেখ করা....

Indian Super League 2024 : কবে শুরু আইএসএল, কবে ফাইনাল? জেনে নিন বিস্তারিত

শোভন গায়েন। কলকাতা সারাদিন। আইএসএল শুরুর দিনক্ষণ জানাল এফএসডিএল। ১৩ সেপ্টেম্বর শুরু হবে আইএসএল। ৪ মে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

আইএসএল শুরুর দিনক্ষণ জানাল এফএসডিএল। ১৩ সেপ্টেম্বর শুরু হবে আইএসএল। ৪ মে ফাইনাল। প্রায় আট মাস ধরে চলবে আইএসএল। আইএসএলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি প্রমো পোস্ট করা হয়েছে। ৯ সেকেন্ডের প্রমোতে আইএসএল শুরুর তারিখ উল্লেখ করা আছে।

সেখান থেকেই জানা যায়, আইএসএল ১৩ সেপ্টেম্বর শুরু হবে। এখনও পর্যন্ত সূচি প্রকাশিত হয়নি। দুটো ডার্বির তারিখও জানানো হয়নি। সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয় আইএসএল। গতবছর থেকে সেপ্টেম্বরে শুরু হচ্ছে। এবারও তাই।

গতবছর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। আইএসএল জেতে মুম্বই সিটি এফসি। এবার দুই প্রধানই শক্তিশালী দল গড়েছে। মোহনবাগানে যেমন যোগ দিয়েছে জেমি ম্যাকলারেনের মতো বিশ্বকাপের।

তেমনই ইস্টবেঙ্গল সই করিয়ে গত আইএসএলের সর্বোচ্চ গোলদাতা দিমিত্রিয়স ডিয়ামানটাকোসকে। যোগ দিয়েছেন ফরাসি প্লেমেকার মাদি তালালও। কলকাতার দুই প্রধানই এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে। এবার আইএসএল খেলার যোগ্যতাঅর্জন করেছে মহমেডান স্পোর্টিংও। এই প্রথমবার কলকাতার তিন দলকে দেখা যাবে আইএসএলে।

আজকের খবর