ব্রেকিং
  • Home /
  • লাইফ স্টাইল /
  • Kidney Problem Symptoms : কিডনির সমস্যা বা অসুখের আগাম ইঙ্গিত এই ১০ উপসর্গ

Kidney Problem Symptoms : কিডনির সমস্যা বা অসুখের আগাম ইঙ্গিত এই ১০ উপসর্গ

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। কিডনিতে কোনও রকম সংক্রমণ হলে শরীরে একের পর এক নানা জটিল সমস্যা বাসা বাঁধতে শুরু করে। তাই কিডনির সমস্যা বা অসুখকে ‘নিঃশব্দ ঘাতক’ বলেই ব্যাখ্যা করে থাকেন অনেক চিকিত্সক। কারণ কিডনির সমস্যা বা অসুখকের নির্দিষ্ট কোনও....

Kidney Problem Symptoms : কিডনির সমস্যা বা অসুখের আগাম ইঙ্গিত এই ১০ উপসর্গ

  • Home /
  • লাইফ স্টাইল /
  • Kidney Problem Symptoms : কিডনির সমস্যা বা অসুখের আগাম ইঙ্গিত এই ১০ উপসর্গ

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। কিডনিতে কোনও রকম সংক্রমণ হলে শরীরে একের পর এক নানা জটিল সমস্যা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

কিডনিতে কোনও রকম সংক্রমণ হলে শরীরে একের পর এক নানা জটিল সমস্যা বাসা বাঁধতে শুরু করে। তাই কিডনির সমস্যা বা অসুখকে ‘নিঃশব্দ ঘাতক’ বলেই ব্যাখ্যা করে থাকেন অনেক চিকিত্সক। কারণ কিডনির সমস্যা বা অসুখকের নির্দিষ্ট কোনও উপসর্গ হয় না।

তবে কয়েকটি উপসর্গ যা দেখলে অত্যন্ত সাধারণ বলে মনে হলেও এগুলো লক্ষ্য করলে আগে থেকেই সতর্ক হওয়া দরকার।জেনে নিন তেমনই কয়েকটি উপসর্গ সম্পর্কে যেগুলো কিডনির সমস্যা বা অসুখকের আগাম ইঙ্গিত হতে পারে- ১) মুখ ও চোখের কোল অস্বাভাবিকভাবে ফুলে ওঠা-মুখ, চোখের কোল যদি হঠাৎ অস্বাভাবিকভাবে ফুলে ওঠে, তাহলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি।

কারণ কিডনির সমস্যা বা অসুখকের ক্ষেত্রেও এমনটা হতে পারে।
২) বার বার প্রস্রাবের বেগ-আপনার বার বার প্রস্রাবের বেগ অনুভব করলে সে ক্ষেত্রে আগে থেকেই সাবধান হওয়া প্রয়োজন! কিডনি সঠিকভাবে কাজ না করলে এই সমস্যা দেখা দিতে পারে।
৩) ত্বক হঠাৎ শুষ্ক হয়ে ওঠা- আপনার ত্বক কি অসময় হঠাৎ শুষ্ক হয়ে গেছে? তাহলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি। কিডনির সমস্যা বা অসুখকের ক্ষেত্রেও এমনটা হতে পারে। কারণ কিডনি আমাদের শরীরের ক্ষতিকর পদার্থগুলো শরীর থেকে ছেঁকে বের করে দেয়। তাই কিডনি বিকল হয়ে পড়লে শরীরে এই ক্ষতিকর পদার্থগুলো জমে গিয়ে আমাদের ত্বককে শুষ্ক ও রুক্ষ করে দেয়।
৪) কোমরের একটু উপরে ঘন ঘন ব্যথা অনুভব-পিঠের দিকে, কোমরের একটু উপরে যদি ঘন ঘন ব্যথা অনুভব করেন তাহলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি।

৫) পা বা পিঠের পেশিতে ঘন ঘন অস্বাভাবিক টান- যদি দেখেন, আপনার হাত, পা বা পিঠের পেশিতে ঘন ঘন অস্বাভাবিক টান বা খিঁচুনি ধরছে, তাহলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি। কিডনির সমস্যা বা অসুখকের ক্ষেত্রেও এমনটা হতে পারে।
৬) পায়ের পাতা হঠাৎই অস্বাভাবিক ফুলে যাওয়া- যদি দেখেন, আপনার গোড়ালি বা পায়ের পাতা হঠাৎই অস্বাভাবিক ফুলে যাচ্ছে, তাহলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি। কিডনির সমস্যা বা অসুখকের ক্ষেত্রেও এমনটা হতে পারে।
৭) প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা- কিডনির সমস্যা থাকলে একাধিকবার মূত্রথলিতে সংক্রমণ হতে পারে। এ ছাড়াও প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথাও করতে পারে।
৮) অল্পতেই হাঁপিয়ে ওঠা- রক্তচাপের দ্রুত ওঠাপড়া, অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়া, অল্পতেই হাঁপিয়ে ওঠা, শ্বাস-প্রশ্বাসের কষ্ট হওয়ার পেছনেও লুকিয়ে থাকতে পারে কিডনির সমস্যা।
৯) ঘুমের ক্ষেত্রে সমস্যা- কিডনির সমস্যায় ঘুমেরও ব্যাঘাত ঘটতে পারে। কিডনি ঠিক মতো কাজ না করলে রক্ত ভালভাবে পরিশ্রুত হতে পারে না। তাই ঘুমের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে।

১০) প্রস্রাবের সঙ্গে রক্ত- যদি দেখেন প্রস্রাবের সঙ্গে রক্ত বের হচ্ছে, তাহলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি। কিডনি ঠিকভাবে কাজ না করলে অনেক ক্ষেত্রে প্রস্রাবের সঙ্গে রক্ত চলে আসতে পারে।

আজকের খবর