শীতের পোশাকহীন দুই শিশু বসেছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। দোকান থেকে পোশাক কিনে এনে নিজে হাতে সেই পোশাক দুই শিশু কে পরিয়ে দিলেন মেদিনীপুর সদর মহকুমার মহকুমা শাসক মধুমিতা মুখার্জি বৃহস্পতিবার সকালে।
বৃহস্পতিবার সাতসকালে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে বেরিয়ে শীত বস্ত্র হীন ২ শিশুকে শীতে কাঁপতে দেখে দোকানে ছুটে ছুটে যান মহকুমা শাসক। তখনো প্রায় দোকান খোলেনি। দোকান খুলিয়ে পোশাক কিনে এনে শীতের পোশাক পরিয়ে দিলেন দুই শিশুকে।
চরম মানবিকতার পরিদর্শন রাখলেন মেদিনীপুর সদর মহকুমার মহকুমা শাসক। ঘটনাটি মেদিনীপুর শহরে। বৃহস্পতিবার সাতসকালে মেদিনীপুর শহরের শেখপুরা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে হাজির হয়েছিলেন মেদিনীপুর সদর মহকুমার মহকুমা শাসক মধুমিতা মুখার্জি।
শেখপুরা এলাকার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছাত্রছাত্রী প্রায় ৫০ জন। অনেকেই সেখানে প্রবেশ করেছিল তার মধ্যে দুজন শিশুর গায়ে শীতের পোশাক প্রায় ছিল না, পাতলা পোশাকে অন্যান্যদের ভিড়ে বসে ছিলেন। পরিদর্শনে বেরিয়েই মহকুমা শাসকের নজরে পড়ে।
এরপরেই তিনি ছুটে যান শীতের পোশাক কিনতে, শীতের পোশাক কিনে এনে দুই শিশুকে নিজের হাতেই পরিয়ে দিলেন।