ব্রেকিং

Women Empowerment : নারী শক্তির জয়গান কুণাল ঘোষের পুজোর গানে

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। দেবী দুর্গার আরাধনা তো আসলে নারী শক্তির আরাধনা। সেই থিম এবার উঠে এল পুজোর গানের অ্যালবামে। তবে এই গানের অ্যালবামে রয়েছে বড় এক চমক।‌কারণ গানগুলো লিখেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। এর মধ্যে দুটিই নাকি নিখাদ....

Women Empowerment : নারী শক্তির জয়গান কুণাল ঘোষের পুজোর গানে

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। দেবী দুর্গার আরাধনা তো আসলে নারী শক্তির আরাধনা। সেই থিম এবার উঠে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। 

দেবী দুর্গার আরাধনা তো আসলে নারী শক্তির আরাধনা। সেই থিম এবার উঠে এল পুজোর গানের অ্যালবামে।

তবে এই গানের অ্যালবামে রয়েছে বড় এক চমক।‌কারণ গানগুলো লিখেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

এর মধ্যে দুটিই নাকি নিখাদ প্রেমের গান। আরেকটি নারী শক্তির। রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের গান রিলিজের ঘোষণা করলেন কুণাল।

লিখলেন, ‘এবার পুজোতে তিনটি নতুন গান। আজ প্রকাশ। দুটি নিখাদ প্রেমের। একটি নারীশক্তির উত্থান, প্রতিষ্ঠা, অধিকারের। তিনটিই আমার লেখা।’

কুণাল আরও জানালেন, গানগুলি গেয়েছেন রূপঙ্কর বাগচি, অভিজিৎ, শিউলি, তপোমিতা ঘোষ। প্রেমের দুই গানে সুরও দিয়েছেন কুণাল। তবে নারীশক্তি নিয়ে যেটি, সেটিতে সুর গৌতমের। যন্ত্রাণুসঙ্গ আয়োজন গৌতম-শমীক। সঙ্গে আরও জানালেন, বাংলা গানের ভিডিয়োতে এই প্রথম ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তির।

তিনি সাফ জানিয়েছেন, যে এই গান জাগরণের গান। এদিকে, কুণালকে গীতিকার রূপে দেখে অনেকেই নানা মন্তব্য রেখেছেন। কেউ বলছেন, “আপনারা সবাই দেখি বহুমুখী প্রতিভার ছড়াছড়ি।” কেউ বলছেন, “জেলের গান নেই?” আবার কেউ বলছেন, “চুরির গান কবে বেরবে?” আবার কেউ কেউ তো, বাংলার জনগণকে আর কী কী দেখতে হবে? যদিও বা, কেউ কেউ বেশ আগ্রহী এই নতুন গান শুনতে চেয়ে। তাঁদের কথায়, প্রচার পাবে আশা করি এই গান।

আজকের খবর