রবিবার ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের লোধাশুলি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লোধাশুলিতে রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ কালিপদ সরেন, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামনি মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতা ছত্রধর মাহাতো, মহিলা তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভানেত্রী নিয়তি মাহাতো, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা, ঝাড়গ্রাম গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন মাহাতো সহ আরো অনেকে।
ওই সম্মেলনে আদিবাসী কুড়মি সমাজ পরিচালিত লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের নির্দল উপপ্রধান বুদ্ধেশ্বর মাহাতো অনুষ্ঠানিক ভাবে আদিবাসী কুড়মি সমাজের সঙ্গ ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সেই সঙ্গে ওই এলাকার বিজেপির শতাধিক কর্মী বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তৃণমূল কংগ্রেসে যোগদানকারী সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন ওই সম্মেলনে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা । লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বুদ্ধেশ্বর মাহাতো তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকার মানুষের উন্নয়নে কাজ করার জন্য আমি স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আগামী দিনে আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে কাজ করব।
তৃণমূল কংগ্রেসে যোগদানকারী সকলকে ওই সম্মেলনে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। উল্লেখ করা যায় যে লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের ১১ টি আসনের মধ্যে আদিবাসী কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা ছুটি আসনে জয় লাভ করে এবং তৃণমূল কংগ্রেস পাঁচটি আসনে জয় লাভ করে। ৬ টি আসনে জয়লাভ করে লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করে আদিবাসী কর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা।
তবে উপপ্রধান বুদ্ধেশ্বর মাহাতো তৃণমূল কংগ্রেসের যোগদান করায় লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ হারালো আদিবাসী কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা । ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতির দেবব্রত সাহা বলেন খুব শীঘ্রই আইন মেনে প্রধান এর বিরুদ্ধে অনাস্থা এনে লোধাশুলি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করবে তৃণমূল কংগ্রেস।