রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
সন্তানকে স্কুলে দিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় প্রাণ গেলেও মায়ের । মৃত মহিলার নাম পিয়ালী নাথ। সোমবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার সুভাষগ্রামে।
পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার বাড়ি সোনারপুর থানার সুভাষগ্রাম নাথ পাড়ার বাসিন্দা।
ঘটনাটি ঘটে কোদালিয়া সখেরবাজার এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নতদন্তে পাঠায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে সন্তানকে স্কুলে দিয়ে, দোকানে কাজের জন্য সাইকেল নিয়ে জানকী নাথ বসু রোড দিয়ে যাচ্ছিলেন পিয়ালী নাথ। সেই সময় আচমকাই পিছন দিক থেকে একটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে এসে তাঁর সাইকেলে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় ওই মহিলা রাস্তার উপরে পড়ে যান। তখন তাঁর শরীরের উপর দিয়েই চলে যায় গাড়িটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ওই মহিলার।
এলাকাবাসীর আরও অভিযোগ, পুজোর জন্য রাস্তার উপরেই আলোর গেট তৈরি করা হয়েছিল। সেই কারণেই রাস্তা আরও সংকীর্ণ হয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। গত বছরও ওই জায়গাতেই এক ব্যক্তির মৃত্যু হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা। বেশ কিছুক্ষণ এই রাস্তা বন্ধ থাকে। অবশেষে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করার পর যান চলাচল স্বাভাবিক হয়।