ব্রেকিং
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Bangladesh Human Chain Protest : পদ্মা সহ দেশের সব নদ-নদী সুরক্ষার দাবিতে মানববন্ধন

Bangladesh Human Chain Protest : পদ্মা সহ দেশের সব নদ-নদী সুরক্ষার দাবিতে মানববন্ধন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। “বাঁচলে নদী, বাঁচবে দেশ, ফুলে ফসলে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে মহানগরীর জিরোপয়েন্টে বাংলাদেশ পরিবেশ....

Bangladesh Human Chain Protest : পদ্মা সহ দেশের সব নদ-নদী সুরক্ষার দাবিতে মানববন্ধন

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Bangladesh Human Chain Protest : পদ্মা সহ দেশের সব নদ-নদী সুরক্ষার দাবিতে মানববন্ধন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ। “বাঁচলে নদী, বাঁচবে দেশ, ফুলে ফসলে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী, বাংলাদেশ।

“বাঁচলে নদী, বাঁচবে দেশ, ফুলে ফসলে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে মহানগরীর জিরোপয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটির আয়োজনে ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহযোগিতায় এ কর্মসূচী পালিত হয়।

এসময় দেশের সকল নদী রক্ষার্থে অন্তর্র্বতীকালীন উপদেষ্টাদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার রয়েছে। তাই আর কোনো বৈষম্য ও দুর্নীতি মেনে নেওয়া যাবে না। নদীর কোল ঘেষে গড়ে ওঠা বাঁধ ও তীরবর্তী পাড়গুলোতে কিছু অসাধু ব্যবসায়ী জবরদখল করে নিজেদের ব্যবসা গড়ে তুলেছে। যার ফলে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে।

তারা বলেন, নদী বিলিন হওয়া থেকে ও নদীকে বাঁচাতে সকলকে সচেতন হতে হবে। আর কেউ যেন অবৈধভাবে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে নদী ভরাট করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে এ আন্দোলন আরও কঠোর হবে বলেও হুশিয়ারি দেন তারা।

মানববন্ধন থেকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, রাজশাহী জেঊলার অর্থ সম্পাদক কে. এম জোবায়েদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়। সেই সাথে আর কাউকে যেন মিথ্যা মামলার স্বীকার হয়ে হয়রানি হতে না হয় সে বিষয়ে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম মিজানুর রহমান, রাজশাহী জেলা কমিটির সভাপতি জামাত খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজকের খবর