সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
ওয়াকফ বিল নিয়েও কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪-এর বিরোধিতা করে কলকাতার রাস্তায় নামে মুসলিমদের বিভিন্ন সংগঠন। এরপরেই বুধবার জানা গেল, বিধানসভার শীতকালীন অধিবেশনে ওয়াকফ সংক্রান্ত বিল আনতে চলেছে রাজ্য সরকার। সংসদে কেন্দ্রীয় সরকার যে বিল পাশ করানোর চেষ্টা করছে, সেই বিলের বিরোধিতা করে পাল্টা বিল আনছে রাজ্য সরকার।
২০২৬ সালে রাজ্যে পরবর্তী বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে মুসলিম ভোট। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই মুসলিম ভোটের সিংহভাগ পেয়ে আসছে তৃণমূল কংগ্রেস। এই ভোট যাতে হাতছাড়া না হয়, সে বিষয়ে সজাগ ও সতর্ক রাজ্যের শাসক দল। ওয়াকফ বিলকে হাতিয়ার করে ফের কেন্দ্রীয় সরকার ও বিজেপি-র বিরুদ্ধে সুর চড়াতে তৈরি তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার কলকাতায় জনসমাবেশ থেকে ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-র বিরুদ্ধে সুর চড়ায় মুসলিমদের বিভিন্ন সংগঠন। এই সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়, ওয়াকফ বিল পাশ করাতে দেওয়া হবে না। আগামী দিন কলকাতায় আরও বড় আকারে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। কলকাতা অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকার যাতে কেন্দ্রের পেশ করা বিলের বিরোধিতা করে, সেই দাবিও জানানো হয়। এরপরেই বুধবার জানা গেল, বিধাসভায় ওয়াকফ বিল আসছে।
বিধানসভার সচিবালয় সূত্রে খবর, বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের আনা ওয়াকফ বিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু পরে জানা যায়, প্রস্তাব নয়, পাল্টা একটি বিল এনে কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই এই বিষয়ে বিধানসভার সচিবালয় ও রাজ্যের আইন ও পরিষদীয় দপ্তরের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনার বিষয়বস্তু মন্ত্রীমন্ত্রীকে জানানো হয়েছে। পাল্টা বিল আনার বিষয়ে সুবজ সংকেত দিয়েছে তৃণমলের পরিষদীয় দল। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবিষয়ে জানান, বিধানসভার কার্যবিবরণী কমিটির বৈঠকের পরেই এ বিষয়ে কিছু বলা সম্ভব হবে। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, আগামী সোমবার শোকপ্রস্তাব পাঠ করে বিধানসভার অধিবেশন সেদিনের মতো মুলতুবি হবে। মঙ্গল ও বুধবার বিধানসভায় সংবিধান দিবস নিয়ে আলোচনার প্রস্তাব আনতে চলেছে শাসকদল। ওই আলোচনা পর্ব মিটলেই ওয়াকফ সংক্রান্ত বিল আনবে রাজ্য। তৃণমূল পরিষদীয় দল সূত্রে খবর, ওয়াকফ বিলটি কোনও সংখ্যালঘু বিধায়ককে দিয়ে বিধানসভায় পেশ করানো যায় কি না তা নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। বিষয়টি বিজেপির কানেও গিয়েছে। সূত্রের খবর, ওয়াকফ সংক্রান্ত বিলের আলোচনাতে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের হয়ে বক্তব্য তুলে ধরবেন বিজেপির বিধায়কেরা।
বিরোধী দলগুলির সাংসদরা একাধিক ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক থেকে বেরিয়ে এসেছেন। তাঁদের এই ভূমিকায় খুশি নয় মুসলিমদের সংগঠনগুলি। বিরোধী দলগুলির সাংসদদের বৈঠক থেকে বেরিয়ে না আসার বার্তা দেওয়া হয়েছে।