প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
বাংলায় এবারে চলবে অত্যাধুনিক বন্দে ভারত স্লিপার ট্রেন।
ব্যাপক সাফল্য পেয়েছে বন্দে ভারত চেয়ার কার! এবার ট্র্যাকে ছুটতে তৈরি বন্দে ভারতের প্রথম স্লিপার ভার্সন। তৈরি এই ট্রেনের প্রোটোটাইপ। যা খবর, আগামী ১৫ নভেম্বর থেকে ট্রায়াল রান শুরু হবে। তবে বাণিজ্যিক ভাবে যাত্রা শুরু হতে সময় লাগবে আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল।
ট্রায়াল রান প্রায় দুমাস ধরে চালানো হবে। এরপর গ্রীন সিগন্যাল পেলেই ছুটবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ভার্সন (Vande Bharat Sleeper Train)।
দেশের এই হাই স্পিড ট্রেনে (Vande Bharat Sleeper Train) একগুচ্ছ নতুন ফিচার দেওয়া হয়েছে। যাত্রীদের জন্য রয়েছে বহু সুবিধাও। যা রাজধানী কিংবা শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনকেও পিছনে ফেলে দেবে। এমনকি আধুনিক এবং অ্যাডভান্সড ফিচারের বিমানকেও এই ট্রেন হার মানাবে বলে দাবি। পাশাপাশি সুরক্ষার ক্ষেত্রেও কোনও ফাঁক রাখা হয়নি। প্রতিরোধক ব্যবস্থা কবচের আধুনিক ব্যবস্থা দেওয়া হয়েছে বন্দে ভারতের স্লিপার ভেরিয়েন্টে।
১২০ কোটির ট্রেন
দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Train) তৈরি করতে খরচ পড়েছে ১২০ কোটি টাকা। ১৬ কোচের এই ট্রেনে ফার্স্ট ক্লাস, এসি ২ টায়ার, ৩ টায়ার কোচ রয়েছে। অন্যদিকে যাত্রীর সংখ্যা অনুযায়ী, কোচের সংখ্যা এই ট্রেনে ২৪ পর্যন্ত হতে পারে। সে ভাবেই এই ট্রেনের ডিজাইন এবং ইঞ্জিনের ক্ষমতা দেওয়া হয়েছে। ফিচারের ক্ষেত্রে বন্দে ভারতের স্লিপারে টাচ সেন্সর দরজা, টাচ ফ্রি ভ্যাকিউম টয়লেট এবং টক ব্যাক ইউনিট সহ একাধিক হাইটেক ফিচার আছে।
বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper Train) বাণিজ্যিক যাত্রা শুরু হতে আগামী বছরের জানুয়ারি মাস। মূলত দূরের যাত্রার ক্ষেত্রেই এই ট্রেন চালানো হবে। রাতেই ছুটবে এটি। যাতে সকালে গন্তব্যে পৌঁছতে পারেন যাত্রীরা। দেশের একাধিক রুটের কথা শোনা যাচ্ছে। সেই তালিকায় আছে বাংলাও।
শোনা যাচ্ছে, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানো হতে পারে। এখন বন্দে ভারতের চেয়ার কার ভার্সন ((Vande Bharat Express Train) ছুটছে। সেটিকেই স্লিপারে বদল (Vande Bharat Sleeper Train) করা হবে বলে খবর। যদিও রেলের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।