প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
আন্তর্জাতিক মঞ্চে ফের সেরার শিরোপা জিতল বাংলা। গবেষণার জন্য এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন সোনারপুরের অধ্যাপক। তিনি হলেন কোদালিয়ার বাসিন্দা সন্তু দে। ম্যাথমেটিকাল ফিজিক্সর উপর বিশেষ গবেষণা পত্রের জন্য এবার পেলেন তিনি আন্তর্জাতিক স্বীকৃতি। বর্তমানে সন্তু আসানসোলের বিধান চন্দ্র কলেজের অধ্যাপক হিসাবে পড়ান ।
প্রতিবছরই পৃথিবীর সমস্ত গবেষকদের গবেষণাপত্র থেকে বাছাই করা দুই শতাংশ গবেষকদের আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে থাকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। আর এবার সেই স্বীকৃতি দেওয়া হয়েছে সোনারপুরের ফিজিক্স অধ্যাপককে। এবার তাঁকে এই সন্মান দেওয়ায় স্বাভাবিকভাবেই আনন্দিত পরিবার- পরিজনেরা। জানা গিয়েছে, ছোট থেকেই বেশ মেধাবী ছাত্র ছিলেন সন্তু দে। সবসময় সে স্কুলে প্রথম হতেন।
স্কুল পেরিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেছেন। এরপর যাদবপুর থেকেই পিএইচডি করেন সন্তু। তবে ছোট থেকেই তাঁকে দারিদ্রতার সঙ্গে লড়াই করতে হয়েছে। আর এবার তিনি অধ্যাপক হিসাবে জিতলেন আন্তর্জাতিক স্বীকৃতি।
বলা বাহুল্য, এরআগে ২০২৩ সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তরফে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছয় অধ্যাপক ও গবেষক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলেন। এরপর ফের বাংলার অধ্যাপক পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি। আর তাতেই বিশ্ব দরবারে উজ্জ্বল হল বাংলার নাম।