সুমন তরফদার। কলকাতা সারাদিন।
রাজ্য প্রশাসনে সচিব পর্যায়ে বড় রদবদল করল নবান্ন। বুধবার নবান্নের পক্ষ থেকে একাধিক আইএএস অফিসারের নাম প্রকাশ করা হয়েছে। যাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সবথেকে উল্লেখযোগ্য স্বাস্থ্য দফতরে যুগ্ম সচিব নিয়োগ। আরজি কর কাণ্ডের পর থেকেই স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।
আন্দোলনকারীদের একাধিক দাবি মেনে নিলেও স্বাস্থ্যসচিব পদে নারায়ণ স্বরূপ নিগমকে রেখে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারায়ণ স্বরূপ নিগমকে বর্তমানে একই পদে রাখলেও অবশেষে স্বাস্থ্য দফতরে আরও এক সচিব নিয়োগ করার কথা ঘোষণা করল নবান্ন।
স্বাস্থ্য দফতরে নতুন যুগ্ম সচিব হলেন বিবেক কুমার। ২০১৬ সালের ব্যাচের এই আইপিএস অফিসার স্বাস্থ্য দফতরে নতুন দায়িত্ব পেলেন। আরজি করের ঘটনার পর থেকেই স্বাস্থ্য দফতরে নানা দুনীর্তি প্রকাশ্যে আসতে শুরু হয়। সমালোচিত হয় সরকার। কিন্তু সচিব পদে বদল না ঘটিয়ে সরকার নিজেদের অবস্থানে অনড় থাকে। অবশেষে নিগমের পাশাপশি আরও একজন সচিবকে স্বাস্থ্য দপ্তরে পাঠালো নবান্ন।
পাশাপাশি আরও একাধিক নতুন নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। পর্যটন দফতরের ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে অভিষেক কুমার তিওয়ারিকে। হিডকো-র ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে শশাঙ্ক শেট্টিকে। নন কনভেনশনাল অ্যান্ড রিইউজেবল এনার্জি সোর্সের দপ্তরের নতুন সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে ইয়েলুচুরি রত্নাকর রাওকে।
জগদীশ প্রসাদ মীনাকে ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম বিভাগের সচিব করা হয়েছে। ড. রাজেশ কুমারকে কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের প্রিন্সিপ্যাল সেক্রেটারি করার কথা ঘোষণা করা হয়েছে। পরিবেশ দফতরের সচিব পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে রোশনী সেনকে।