ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • WBSEDCL WhatsApp : বিদ্যুতের বিল জমা থেকে আরও গুচ্ছের সুবিধা এবার হোয়াটসঅ্যাপেই, পুজোয় ছুটি বাতিল বিদ্যুৎ কর্মীদের

WBSEDCL WhatsApp : বিদ্যুতের বিল জমা থেকে আরও গুচ্ছের সুবিধা এবার হোয়াটসঅ্যাপেই, পুজোয় ছুটি বাতিল বিদ্যুৎ কর্মীদের

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। শারদোৎসব উপলক্ষ্যে সমগ্র বাংলা জুড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য বৃহস্পতিবার বিদ্যুৎভবনে 24×7 পুজো কন্ট্রোল রুমের উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস(Power Minister Arup Biswas)। এছাড়াও এদিন WBSEDCL এর whatsapp পরিষেবার উদ্বোধন করেন বিদ্যুৎ....

WBSEDCL WhatsApp : বিদ্যুতের বিল জমা থেকে আরও গুচ্ছের সুবিধা এবার হোয়াটসঅ্যাপেই, পুজোয় ছুটি বাতিল বিদ্যুৎ কর্মীদের

  • Home /
  • কলকাতা /
  • WBSEDCL WhatsApp : বিদ্যুতের বিল জমা থেকে আরও গুচ্ছের সুবিধা এবার হোয়াটসঅ্যাপেই, পুজোয় ছুটি বাতিল বিদ্যুৎ কর্মীদের

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। শারদোৎসব উপলক্ষ্যে সমগ্র বাংলা জুড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন। 

শারদোৎসব উপলক্ষ্যে সমগ্র বাংলা জুড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য বৃহস্পতিবার বিদ্যুৎভবনে 24×7 পুজো কন্ট্রোল রুমের উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস(Power Minister Arup Biswas)। এছাড়াও এদিন WBSEDCL এর whatsapp পরিষেবার উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী।

 

 

বিদ্যুৎ পরিষেবায় গতি আনতে এবার হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL)। এই নম্বরের মাধ্যমে একাধিক বিষয়ে জানতে পারবেন গ্রাহকরা। নম্বরটি হল ৮৪৩৩৭১৯১২১ ( 8433719121)। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন পরিষেবাই এখন দেওয়া হয়। সিইএসসি ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ নম্বরে এ ধরনের পরিষেবা দেয়।

 

এবার ডব্লুবিএসইডিসিএল পরিষেবা দেবে হোয়াটসঅ্যাপের মাধ্য়মে।

 

কী কী পরিষেবা মিলবে-

বিল সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন গ্রাহকরা

বিল দেখা ও বিলের কপি ডাউনলোড করা যাবে

বিল পেমেন্ট করারও সুবিধা থাকছে

পেমেন্ট রসিদ ডাউনলোড করার সুবিধা থাকছে

থাকবে প্রিপেড ভাউচার রিচার্জের সুবিধা

নতুন কানেকশনের জন্য আবেদন করার সুযোগ থাকবে

নতুন কানেকশনের কোটেশনের পরিমাণ জানা যাবে

বিদ্যুৎ বাঁচানোর বিভিন্ন পদ্ধতি জানা যাবে

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই হোয়াটসঅ্যাপ নম্বরের মধ্য দিয়ে বিদ্যুতের লাইন কোথাও বিপদজনকভাবে থাকলে তারও ছবি তুলে পাঠাতে পারবেন গ্রাহকরা

বৃহস্পতিবারের বৈঠকে মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ সচিব শান্তনু বসু সহ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিদ্যুৎমন্ত্রী জানান, প্রতিবারের মতো এবারও বিদ্যুৎ পরিবার অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর।

পুজোর দিনগুলিতে বিদ্যুৎ দপ্তরের সকল কর্মী ও আধিকারিকগণ মানুষের সেবার কাজে নিজেদেরকে নিয়োগ করবেন নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করার জন্য। একই সঙ্গে বিদ্যুৎ দপ্তরের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে বলেও মন্ত্রী জানান।বিদ্যুৎ মন্ত্রী পুজো কমিটি গুলির কাছে আবেদন করেন, সমস্ত পুজো সংগঠকরা যেন বিদ্যুৎ দপ্তরের থেকে সঠিক চাহিদা অনুযায়ী সংযোগ নেন।

বিদ্যুতের তারের ঠিক নিচে কোন প্যান্ডেল করা থেকে বিরত থাকেন,আইএস বর্ণিত মানের কেবেল ব্যবহার করা হয়, ছেঁড়া ও খোলা তার যাতে ব্যবহার না করা হয়। মন্ডপের ভেতরে মূল সংযোগ স্থাপনকারী তারগুলি পিভিসি পাইপের মধ্যে দিয়ে যাতে নিয়ে যাওয়া হয়, মন্ডপের বিদ্যুৎ সংযোগে ব্যবহৃত ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোর্ডটিতে উন্নত মানের ফিউজ তার ও মেইন সুইচ ব্যবহার করা হয় এবং আর্থিং করানো হয়।

একই সঙ্গে মন্ডপের লোকসমাগম স্থল থেকে নিরাপদ দূরত্বে মণ্ডপের বিদ্যুৎ সংযোগ স্থলটির যেন ব্যবস্থা করা হয় ও বিশেষ প্রয়োজনে যাতে বিদ্যুৎ আধিকারিক ও কর্মীরা সহজেই মন্ডপের বিদ্যুৎ সংযোগ স্থলটিতে প্রবেশ করতে পারে সেদিকে নজর দেওয়ার বিষয় তিনি পুজো কমিটিগুলির কাছে আবেদন করেন।

আজকের খবর