সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
ডেস্টিনেশন বেঙ্গল। ডেস্টিনেশন কলকাতা।
কয়েকদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কোয়াড সম্মেলনের বৈঠকে ঐতিহাসিক ঘোষনা হয়েছে কলকাতায় ভারত মার্কিন যৌথ উদ্যোগে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরীর।
এবারে কলকাতায় বিপুল বিনিয়োগের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সঞ্চার করলো আরেক বিশ্বমানের মার্কিন সংস্থা।
গোটা পৃথিবীর গাড়ি তৈরীর রাজধানী বলে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের বিখ্যাত গাড়ি নির্মাতা সংস্থা ভিস্টিয়ান কর্পোরেশন (Detroit Based Motor Vehicle Manufacturing Company Visteon Corporation) কলকাতায় তাদের টেকনিক্যাল সেন্টার তৈরির ঘোষণা করেছে।
গাড়ি তৈরির পাশাপাশি গাড়ির ভেতরের বিভিন্ন ডিজাইনকে স্টেট অব দ্য আর টেকনোলজির মাধ্যমে সম্পূর্ণ নতুন রূপ দেওয়ার জন্যও গোটা পৃথিবী জুড়ে সুনাম রয়েছে ডেট্রয়েটের ভিস্টিয়ান কর্পোরেশনের।
জানা গিয়েছে কলকাতার টেকনিক্যাল সেন্টারে প্রাথমিকভাবে ইনভেহিকেল রিডিফাইনিং এর কাজ করবে মার্কিন এই অটোমোবাইল সংস্থা।
তার জন্যে কলকাতায় সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য কর্মী নিয়োগ করার কথা ঘোষণা করেছে মার্কিন এই সংস্থা।
This new Technical Centre is set to become a cornerstone for developing state-of-the-art technologies that redefine the in-vehicle experience.
They are now actively hiring for a range of software development roles in:
C and C++ for high-performance, low-level systems development
Android Embedded for scalable, versatile infotainment platforms
Java for robust Android Application Development
In addition, they are seeking expertise in the following areas:
Android Audio ,CarPlay and Android Auto , Multimedia Technologies,
Automation Development using python and Selenium