ভক্তির নামে সাধারণ মানুষকে ঠকানোর চেষ্টায় হাতেনাতে ধরা পড়েছে দুই ভণ্ড সাধু। কাশি বিশ্বনাথ ধাম থেকে এসেছেন বলে পরিচয় দিয়ে এরা ভক্তিমূলক গান-বাজনার মাধ্যমে ধর্মীয় ভয় দেখিয়ে পাথর বিক্রির নাটক করছিল। পাশাপাশি, বিভিন্ন বাড়ি থেকে অর্থ, সামগ্রী ও নতুন বস্ত্র সংগ্রহ করছিলেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের বিশ্ব সুখ পল্লী এলাকায়। স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক আচরণ দেখে সতর্ক হন এবং ওই দুই ভণ্ড সাধুকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। তাদের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে এলাকাবাসীরা হাতেনাতে ধরে ফেলেন প্রতারকদের। ক্ষুব্ধ জনতা গণধোলাই দিয়ে অবশেষে তাদের তুলে দেন শান্তিপুর থানার পুলিশের হাতে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই দুই ব্যক্তি বিভিন্ন বাড়িতে গিয়ে দাবি করছিলেন যে, তারা কাশী বিশ্বনাথ ধামে দুস্থ মানুষের মধ্যে বস্ত্র ও সামগ্রী বিতরণ করেন। এই দাবির ভিত্তিতে স্থানীয়দের থেকে সাহায্য চেয়ে আসছিলেন। কিন্তু তাদের সন্দেহজনক কার্যকলাপ দেখে এলাকাবাসী প্রতারণার বিষয়টি ধরে ফেলেন।
শান্তিপুর থানার পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তিদের পরিচয় জানতে তদন্ত শুরু হয়েছে। তাদের প্রকৃত উদ্দেশ্য এবং তারা কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের প্রতারণা থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এলাকার মানুষের সতর্কতায় ধরা পড়ল প্রতারণার ফাঁদ। এখন পুলিশের হাতে ধরা পড়ায় আশা করা যায়, এদের প্রকৃত পরিচয় এবং উদ্দেশ্য সামনে আসবে।