বিজয় চন্দ্র দাস। নেত্রকোনা, বাংলাদেশ।
জেলার কেন্দুয়া – মদন সড়কে ট্রলি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে দুর্ঘটনায় আহত হয়েছেন অপর চারজন। তিনজন আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে মদন – কেন্দুয়া সড়কে বৈশ্য বাড়ি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান (৫৫) জেলার কেন্দুয়া উপজেলাধীন চিরাং ইউনিয়নের ছিতুলিয়া গ্ৰামের বাসিন্দা।
আহতরা হলেন, মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নের রতনপুর গ্ৰামের সেলিম মিয়ার ছেলে তামিম (৩০), মোসলিম উদ্দিনের স্ত্রী রহিমা (৫০), তরিকুল ইসলামের স্ত্রী লাকি আক্তার (৩০) ও তার মেয়ে মিনতি আক্তার।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে মাল ভর্তি ট্রলি মদন থেকে কেন্দুয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বৈশ্য পাড়া সেতু এলাকায় উল্টো দিক থেকে একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ গেল হাফিজুর নামে এক বৃদ্ধের।অপর চারজন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান বলেছেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।