ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • Gutkha Panmasala Banned : বাংলায় নিষিদ্ধ গুটখা সংস্কৃতির পানমশলা, গুটখা, ঘোষণা মমতার প্রশাসনের

Gutkha Panmasala Banned : বাংলায় নিষিদ্ধ গুটখা সংস্কৃতির পানমশলা, গুটখা, ঘোষণা মমতার প্রশাসনের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। কলকাতা পুরসভা ইতিমধ্যেই ঘোষণা করেছে কলকাতার যত সাইনবোর্ড রয়েছে সেখানে বাংলা ভাষার ব্যবহার করতেই হবে। এবার সামনে এল আরও একটি খবর। নবান্নর তরফে নির্দেশিকা জারি করা হয়েছে যে ৭ই নভেম্বর ২০২৪ থেকে বাংলায় গুটখা ও পান....

Gutkha Panmasala Banned : বাংলায় নিষিদ্ধ গুটখা সংস্কৃতির পানমশলা, গুটখা, ঘোষণা মমতার প্রশাসনের

  • Home /
  • কলকাতা /
  • Gutkha Panmasala Banned : বাংলায় নিষিদ্ধ গুটখা সংস্কৃতির পানমশলা, গুটখা, ঘোষণা মমতার প্রশাসনের

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন। কলকাতা পুরসভা ইতিমধ্যেই ঘোষণা করেছে কলকাতার যত সাইনবোর্ড রয়েছে সেখানে বাংলা ভাষার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।

কলকাতা পুরসভা ইতিমধ্যেই ঘোষণা করেছে কলকাতার যত সাইনবোর্ড রয়েছে সেখানে বাংলা ভাষার ব্যবহার করতেই হবে। এবার সামনে এল আরও একটি খবর। নবান্নর তরফে নির্দেশিকা জারি করা হয়েছে যে ৭ই নভেম্বর ২০২৪ থেকে বাংলায় গুটখা ও পান মশলা নিষিদ্ধ করা হচ্ছে। নবান্নর তরফে এনিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।

সেই নির্দেশিকায় খাদ্যসুরক্ষার নির্দিষ্ট ধারা উল্লেখ করে বলা হয়েছে, যে সমস্ত বিষয়গুলিতে তামাক ও নিকোটিন জাতীয় জিনিস ব্যবহার করা হয় সেগুলি স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। সেক্ষেত্রে গুটখা আর পানমশলা সেগুলিতে তামাক ও নিকোটিন জাতীয় জিনিস ব্যবহার করা হয় সেকারণে সেগুলি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সেক্ষেত্রে এই ধরনের পানমশলা ও গুটখার বিক্রি, মজুতকরণ, তৈরি করা, বন্টন করা নিষিদ্ধ করা হচ্ছে একবছরের জন্য।

সেক্ষেত্রে জনস্বার্থের কথা বিবেচনা করে তামাক ও নিকোটিন রয়েছে এমন গুটখা, পানমশলা বা তা সে যে নামেই পরিচিত হোক না কেন তা বিক্রি করা, তৈরি করা, মজুত করা সবই নিষিদ্ধ করা হচ্ছে। ৭ নভেম্বর ২০২৪ সাল থেকে এই নির্দেশিকা কার্যকরী করা হবে।

অর্থাৎ পশ্চিমবঙ্গের কোথাও ৭ই নভেম্বর থেকে গুটখা, পানমশলা পাওয়া যাবে না। এমনকী এগুলি মজুত করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এদিকে বাংলার হাজার হাজার মানুষ পানমশলা, গুটখার নেশায় আসক্ত। পাড়ার গলি থেকে রাজপথের পাশের দোকান সর্বত্র বিক্রি হয় এই পান মশলা ও গুটখা। এদিকে শুধু পান মশলা ও গুটখার নেশা বাংলায় চলে এমনটা নয়, গুটখা বিক্রি ও গুটখা তৈরির সঙ্গেও বহু মানুষ যুক্ত। সেই গুটখা ও পানমশলা নিষিদ্ধ হয়ে গেলে বহু মানুষ পেশাগতভাবেও সমস্যায় পড়ে যেতে পারেন। তবে সেই সঙ্গেই বাংলা থেকে পানমশলা ও গুটখা উঠে গেলে ফের ফিরে আসতে পারে সেই আগের পরিচ্ছন্ন ছবি।

এদিকে গুটখার সঙ্গে অনেকে সংস্কৃতি শব্দটিও যুক্ত করে দেন। গুটখা সংস্কৃতি। সেই সংস্কৃতি আদৌ বাংলার নয় বলেই মনে করেন অনেকে। অনেকের মতে বাংলা থেকে গুটখা, পানমশলা উঠে গেলে সেই গুটখা সংস্কৃতিও বিদায় নিতে পারে। সেকারণে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।

এবার প্রশ্ন এই গুটখা বন্ধ নিয়ে নির্দেশ দিলেই সেটা যে সবাই মেনে নেবেন এমনটা নয়। সেই নির্দেশ মানানোর ক্ষেত্রে কতটা কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে সেটাও দেখার।

আজকের খবর