ব্রেকিং
  • Home /
  • আন্তর্জাতিক /
  • Virat Kohli Century : অস্ট্রেলিয়ার মাটিতে কিং কোহলির দাপট! সেঞ্চুরি করে ভেঙে দিলেন সচিনের রেকর্ড

Virat Kohli Century : অস্ট্রেলিয়ার মাটিতে কিং কোহলির দাপট! সেঞ্চুরি করে ভেঙে দিলেন সচিনের রেকর্ড

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। রবিবার দুপুরের দিকে সোশ্যাল মিডিয়ায় একটা লেখা ভেসে উঠল। মুহূর্তে ভাইরালও হয়ে গেল। এক ক্রিকেটপ্রেমী লিখলেন, অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলিকে হাত-পা বেঁধে ফেলে দিন। সেঞ্চুরি করে দেবে। কম ভাইরাল হল না আর এক ক্রিকেটপ্রেমীর পোস্ট। যিনি....

Virat Kohli Century : অস্ট্রেলিয়ার মাটিতে কিং কোহলির দাপট! সেঞ্চুরি করে ভেঙে দিলেন সচিনের রেকর্ড

  • Home /
  • আন্তর্জাতিক /
  • Virat Kohli Century : অস্ট্রেলিয়ার মাটিতে কিং কোহলির দাপট! সেঞ্চুরি করে ভেঙে দিলেন সচিনের রেকর্ড

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন। রবিবার দুপুরের দিকে সোশ্যাল মিডিয়ায় একটা লেখা ভেসে উঠল। মুহূর্তে ভাইরালও হয়ে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শৌভিক তালুকদার। কলকাতা সারাদিন।

রবিবার দুপুরের দিকে সোশ্যাল মিডিয়ায় একটা লেখা ভেসে উঠল। মুহূর্তে ভাইরালও হয়ে গেল।
এক ক্রিকেটপ্রেমী লিখলেন, অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলিকে হাত-পা বেঁধে ফেলে দিন। সেঞ্চুরি করে দেবে। কম ভাইরাল হল না আর এক ক্রিকেটপ্রেমীর পোস্ট। যিনি লিখেছেন, ‘কোহলি ছন্দ হারালে ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত দ্রুত তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া।ফর্ম ফিরে পেতে সময় লাগবে না বিরাটের।’

অস্ট্রেলিয়া আর বিরাট কোহলির মধুচন্দ্রিমা অব্যাহত। ফের অজিভূমে ব্যাট হাতে জ্বলে উঠলেন কিংগ কোহলি। পারথ টেস্টে সেঞ্চুরি করলেন। টেস্ট কেরিয়ারের ৩০তম সেঞ্চুরি। সেই সঙ্গে ভেঙে দিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড।

অস্ট্রেলিয়ার মাটিতে ৬টি টেস্ট সেঞ্চুরি ছিল মাস্টার ব্লাস্টারের। সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করলেন কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে সপ্তম সেঞ্চুরি হয়ে গেল কোহলির। তিনিই ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটার।

পারথ টেস্টে প্রথম ইনিংসে রান পাননি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠলেন বিরাট। রবিবার, ম্যাচের তৃতীয় দিন ঝকঝকে সেঞ্চুরি করলেন। ১৪৩ বলে তিন অঙ্কে পৌঁছে গেলেন কোহলি। অপ্টাস স্টেডিয়ামে ফের একবার কোহলি দেখিয়ে দিলেন, তিনি অস্ট্রেলিয়ার জন্যই নিজের সেরাটা তুলে রাখেন। সচিনকে নিজের গুরু মানেন। সেই সচিনেরই এক কীর্তি পেরিয়ে গেলেন কোহলি।

শুধু সচিনের রেকর্ডই ভাঙেননি কোহলি, গড়লেন এক অনন্য কীর্তিও। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করা বিদেশি ক্রিকেটার এখন কোহলিই।

কোহলি ওয়ালি হ্যামন্ডের কীর্তি স্পর্শ করলেন। অস্ট্রেলিয়ার মাটিতে সপ্তম সেঞ্চুরি করে। টেস্টে কোহলির ৩০ তম সেঞ্চুরি। সব মিলিয়ে ৮১তম আন্তর্জাতিক সেঞ্চুরি কোহলির। যার জন্য এক বছরের সামান্য বেশি সময় অপেক্ষা করতে হল ৩৬ বছরের তারকাকে। টেস্টে প্রায় ১৫ মাস পরে সেঞ্চুরি করলেন কোহলি।

গত বছর জুলাইয়ে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরিই ছিল টেস্টে কোহলির শেষ সেঞ্চুরি।

বিরাট অস্ট্রেলিয়ায় ১৪ টেস্টে সাত সেঞ্চুরি করলেন। সচিনের ৬ সেঞ্চুরি ছিল ২০ টেস্টে। সুনীল গাওস্করের ১১ ম্যাচে ছিল ৫ সেঞ্চুরি। ১৫ ম্যাচে ৪ সেঞ্চুরি করেছিলেন ভি ভি এস লক্ষ্মণ। ১১ ম্যাচে ৩ সেঞ্চুরি রয়েছে চেতেশ্বর পূজারার।

আজকের খবর