প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
ইন্টারনেট ছাড়া আজকের জীবন অসম্পূর্ণ মনে হয়। কয়েক ঘণ্টা ইন্টারনেট বন্ধ থাকলে মনে হয় আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। জীবনের প্রায় সব কাজ এখন ইন্টারনেটের সঙ্গে জড়িত।
এছাড়া, OTT প্ল্যাটফর্মগুলোর ব্যবহারও বেড়েছে। এই চাহিদাগুলো পূরণ করতে মার্কেটে রয়েছে একের পর এক আকর্ষণীয় প্ল্যান।
তবে অনেক সময় কোনো প্ল্যানে কিছু অভাব থাকে। এই প্রতিবেদনে আমরা একটি এমন প্ল্যানের কথা বলব যা আপনার সব প্রয়োজন মেটাবে। হ্যাঁ, সেরা স্পিডের সঙ্গে প্রচুর OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন এবং টিভি চ্যানেলও পাবেন।
এক্সাইটেল ব্রডব্যান্ড ৩০০ Mbps:
এক্সাইটেলের নতুন অফার ৪৯৯ টাকার মাসিক প্ল্যানের সঙ্গে উপলব্ধ। যারা এই প্ল্যানটি ৯ মাসের জন্য সাবস্ক্রাইব করবেন, তাদের ৩ মাসের অতিরিক্ত সেবা ফ্রি মিলবে। অর্থাৎ, ৯ মাসের দামে মোট ১২ মাসের ইন্টারনেট সেবা। এই প্ল্যানে ১৮টি OTT প্ল্যাটফর্মের সদস্যপদও থাকবে, যেমন Amazon Prime, Disney+ Hotstar, SonyLIV এবং ALTBalaji। এছাড়া, ১৫০টিরও বেশি টিভি চ্যানেল পাওয়া যাবে। ইন্টারনেট স্পিড হবে ৩০০ Mbps। এই অফার বর্তমানে ভারতের ৩৫টিরও বেশি শহরে উপলব্ধ।
এক্সাইটেলের অন্যান্য প্ল্যান:
এক্সাইটেলের ৭৩৪ টাকার প্ল্যানে ২১টি OTT অ্যাপ ও ৩৭টি প্রিমিয়াম কেবল টিভি চ্যানেলের সঙ্গে ৪০০ Mbps পর্যন্ত স্পিড পাবেন। অন্যদিকে, ৬০৪ টাকার মাসিক প্ল্যানে ৩০০ Mbps স্পিড এবং ২১টি OTT অ্যাপ থাকবে। ৫৫৪ টাকার প্ল্যানে ২০০ Mbps স্পিড ও ৩৭টি প্রিমিয়াম টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন।
জিও ফাইবার ৩৯৯:
এই প্যাক ৩৯৯ টাকায় ৩০ Mbps ইন্টারনেট স্পিড প্রদান করে। এটি ৩,৩০০GB প্রতি মাসের FUP ডেটা সীমার সঙ্গে আসে এবং সীমাহীন ভয়েস কলের সুবিধা দেয়। তবে, এই প্ল্যানে কোনো OTT প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত নেই।
জিও ফাইবার ৬৯৯:
এই প্যাক ১০০ Mbps ইন্টারনেট স্পিডের সঙ্গে আসে এবং গ্রাহকদের জন্য সীমাহীন ডেটা (FUP: ৩৩০০ GB) সরবরাহ করে। এছাড়া, ইউজারদের জন্য সীমাহীন ভয়েস কলও পাওয়া যাবে।
এই প্ল্যানে কোনো OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নেই।
জিও ফাইবার ৯৯৯:
জিওর ব্রডব্যান্ড প্ল্যান ৯৯৯ টাকার দামে আসে। এটি ১৫০ Mbps ইন্টারনেট স্পিডের সঙ্গে ১৪টি স্ট্রিমিং অ্যাপের ফ্রি সদস্যপদ প্রদান করে, যার মধ্যে রয়েছে Amazon Prime, Disney + Hotstar, JioCinema Premium, SonyLIV, ZEE5, Sun NXT, Hoichoi, Universal+। এই প্যাকের অধীনে সীমাহীন ডেটা ও সীমাহীন ভয়েস কল সুবিধাও থাকবে।