রবিবার থেকে শ্যামপুর এক নম্বর ব্লকের ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের শিবগঞ্জ এলাকায় ভাগীরথী প্লাস্টিক বর্জ্য নিরাপদ নিষ্কাশন ব্যবস্থাপনা কেন্দ্রে উৎপাদন প্রক্রিয়া শুরু হল । ব্লক প্রশাসন সূত্রে খবর এই প্রকল্পে শ্যামপুর এক ও দুই নম্বর ব্লক এলাকার সমস্ত পঞ্চায়েত থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হবে। প্লাস্টিকের বোতল এবং পলিথিন এই দুই প্রকার প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হবে।
তা এই মেসিনে প্রক্রিয়াকরণের মাধ্যমে প্লাস্টিকের মন্ড বা তাল তৈরি করা হবে। এবং তা বিক্রি করা হবে। সেই মন্ড প্লাস্টিকের খেলনা বা প্লাস্টিকের চেয়ার টেবিল যেসব সংস্থা তৈরি করে তাদের কাছে বিক্রি করা হবে। যাতে এই বর্জ্যকে প্রক্রিয়াকরের মাধ্যমে যে নতুন ভাবে প্লাস্টিক তৈরি হলো সেগুলোকে তারা কাজে লাগাতে পারে।
এছাড়া এখানকার যে প্লাস্টিক উৎপাদিত হবে তা রাস্তা নির্মাণেও কাজে লাগানো হবে। এদিন এই প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক কালিপদ মন্ডল। অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুর এক নম্বর ব্লকের বিডিও তন্ময় কার্জী, হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, শ্যামপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না, শ্যামপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নদেবাসি জানা সহ অন্যান্যরা।
শ্যামপুরে এক নম্বর ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই প্রকল্প তৈরি করতে খরচ হবে ১৬ লক্ষ টাকা। ইতিমধ্যে এই প্রক্রিয়া চালু করার জন্য ১৩ লক্ষ টাকা খরচা করে জিনিসপত্র বসানো হয়ে গিয়েছে এবং কাজও শুরু হয়ে গিয়েছে রবিবার থেকে। আরো কিছু জিনিসপত্র বাকি রয়েছে সেটা শীঘ্রই কেনা হয়ে যাবে।
প্রাথমিকভাবে দুটি ব্লকের মোট আঠারোটি পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত গুলোর থেকে যে সব প্লাস্টিক পাওয়া যাবে সেগুলোকেই এখানে কাজে লাগানো হবে। ওখানকার পঞ্চায়েত গুলোর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রকল্প রয়েছে সেখান থেকেই গাড়ি করে এই অপচনশীল পদার্থ গুলোকে আলাদা করে এই প্লাস্টিক প্রক্রিয়াকরণ প্রকল্পে নিয়ে আসা হবে।