প্রিয়াঙ্কা মান্না। কলকাতা সারাদিন।
আপনি কী বিবাহিত? মোটা বেতনের চাকরি করেন? আয়কর বাঁচাতে চান? এই তিনটি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে স্ত্রীকে বলুন। হ্যাঁ, স্ত্রী যদি গৃহবধূ হন, তাহলে আয়কর বাঁচানোর ক্ষেত্রে আপনাকে তিনি সাহায্য করতে পারেন।
ব্যাপারটা খোলসা করেই বলা যাক। আয়কর বাঁচাতে অনেকেই বিভিন্ন স্কিমে বিনিয়োগ করেন।
এতে কিছু ছাড় পাওয়া যায়। কিন্তু সেটা পর্যাপ্ত নয়। এছাড়াও অনেক কৌশল রয়েছে। কিন্তু সেগুলো সবার মাথায় থাকে না। স্ত্রী এখানেই ত্রাতা মধুসূদনের ভূমিকা নিতে পারেন।
ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ অনেকেরই প্রথম পছন্দ। টাকা নিরাপদে থাকে, নিশ্চিত রিটার্নও মেলে। কিন্তু অনেকেই জানেন না, স্ত্রীর নামে ফিক্সড ডিপোজিট করলে দু’রকমের লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুদ থেকে ভাল আয় তো হবেই, আয়করও বাঁচবে। কীভাবে? দেখে নেওয়া যাক।
কর সাশ্রয়ের উপায়: নিয়ম অনুযায়ী, ফিক্সড ডিপোজিট থেকে বছরে ৮০ হাজার টাকার বেশি সুদ পেলে টিডিএস কাটা হবে। তবে যাঁরা আয়কর দেন এবং স্ত্রী গৃহিনী, তাঁরা স্ত্রীর নামে ফিক্সড ডিপোজিট করে টিডিএস কাটা আটকাতে পারেন। কারণ গৃহবধূর ক্ষেত্রে করের দায় নেই।
স্ত্রী যদি কম আয়কর ব্র্যাকেটের মধ্যে পড়েন, তাহলেও তাঁর নামে করা ফিক্সড ডিপোজিটের প্রাপ্ত সুদ থেকে টিডিএস কাটা আটকানো যায়। এর জন্য স্ত্রীকে ফর্ম 15G পূরণ করতে হবে। চাইলে স্ত্রীর সঙ্গে জয়েন্ট এফডি-ও করা যায়। তবে এক্ষেত্রে তাঁকে ফার্স্ট হোল্ডার হিসেবে রাখা বাধ্যতামূলক।
ফর্ম 15G: যদি কোনও ব্যক্তির বয়স ৬০ বছরের কম এবং আয় ট্যাক্স যোগ্য সীমার নীচে হয়, তাহলে ফর্ম 15G পূরণ করে তিনি টিডিএস কাটা আটকাতে পারেন। ফর্ম 15G ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ১৯৬১-এর আওতায় ধারা ১৯৭এ(১) এবং ১(এ)-এর অন্তর্গত ঘোষণা ফর্ম। এর মাধ্যমে ব্যাঙ্ক গ্রাহকের বাৎসরিক আয়ের হিসেব পায়। অর্থাৎ গ্রাহক যদি ব্যাঙ্ককে জানান যে তাঁর আয় ট্যাক্সের আওতায় আসে না, তাহলে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের উপর টিডিএস কাটা বন্ধ করে দেবে।
ফর্ম 15H সম্পর্কেও জানা জরুরি: ৬০ বছরের বেশি বয়সীদের ফর্ম 15H পূরণ করতে হয়। এই ফর্মের মাধ্যমে প্রবীণ নাগরিকরা তাঁদের এফডি বিনিয়োগের উপর টিডিএস কাটা আটকাতে পারেন। তবে যাঁদের ট্যাক্সযোগ্য আয় শূন্য, শুধু তাঁরাই এই ফর্ম পূরণ করতে পারেন।