সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
শীতের কলকাতায় পৌষ পার্বণের পাশাপাশি আয়োজিত হল এক অভিনব পার্বণ। বালিগঞ্জ আরুষি-র উদ্যোগে আয়োজিত হল “আরুষি পার্বণ”।
গত ২৮শে এবং ২৯শে ডিসেম্বর,২৪ তপন থিয়েটারের তিন তলায় তাপস জ্ঞানেশ সভাকক্ষে দুদিন ব্যাপী “আরুষি পার্বণ ( দ্বিতীয় বর্ষ)” অনুষ্ঠিত হলো। দুদিনে মোট ১২টি অনুনাটক অনুষ্ঠিত হয়।
প্রথম দিন উপস্থিত ছিলেন নাটককার, নির্দেশক ও অভিনেতা শ্রী সুজন সাহা ও শ্রী সুদীপ্ত সরকার ।
দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন নাট্য গবেষক, প্রাবন্ধিক সর্বশ্রী রঞ্জন গঙ্গোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমী কর্তৃক শ্রেষ্ঠ নাটককার হিসাবে সম্মানিত শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায়।
এছাড়াও বালিগঞ্জ আরুষি কর্তৃক প্রদত্ত গোপাল দাশ স্মৃতি সম্মাননা দেওয়া হয় মঞ্চপরিকল্পক অজিত রায়কে এবং বছরের সেরা প্রতিভাময়ী অভিনেত্রী মনোনীত করে শ্রী সমৃদ্ধি ব্যানার্জীকে “যুগলকিশোর দাশগুপ্ত স্মৃতি সম্মাননা” দেওয়া হয়।
এছাড়াও দুদিনে মোট ১২ টি অনুনাটক মঞ্চস্থ হয়।

২৮শে ডিসেম্বর,২৪ শনিবার মঞ্চস্থ হয় পাটুলি নিত্য নাট্য প্রযোজিত ‘নট ফর সেল’ , হাওড়া থিয়েটার উইংস প্রযোজিত “টর্চ লাইট” ,

নিউ আলিপুর আরোহন প্রযোজিত “হিম্মত”, বরাহনগর দৃশ্যকাব্য প্রযোজিত “খুড়ো”, সুভাষ বিদ্যামন্দির প্রযোজিত মুক শিশুনাট্য “ভোকাট্টা” এবং বেহালা থার্ডবেল প্রযোজিত “সোয়াচান পক্ষীর বাসা”।

২৯শে ডিসেম্বর, রবিবার মঞ্চস্থ হয় – দমদম শিল্পাঙ্গন প্রযোজিত “অন্তরালে” সোনারপুর দৃশ্যম প্রযোজিত “পোকামাকড়ে কুটুম”,

ড্রাফার পারফর্মিং গ্রুপ প্রযোজিত ” পথ “, কাদারাট গৌরশিখা রেপার্টারি “বিচ্ছিরিয়াস” এবং বালিগঞ্জ আরুষি প্রযোজিত নাটক “দায়”।

এই দুদিনে দর্শক আসন পরিপূর্ণ ছিল এমনকি সমস্ত দর্শককে বসার জায়গাও দেওয়া
সম্ভব হয়নি।