সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
“আমাদের কাছে উনি স্মরণীয়। আজকের দিনেও ওনার অবদান ভোলার নয়। সর্বধর্মর কথা যা উনি বলেছিলেন, আজ সেটাকে আমাদের মনে রাখার দিন। উনি অবিনশ্বর।” এভাবে ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম দিবসে তার দেখানো পথ আজকের দিনে ভারতবর্ষের সমাজ ও রাজনীতিতে কতখানি প্রাসঙ্গিক তা আরও একবার মনে করিয়ে দিবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যুবদিবস উপলক্ষ্যে স্বামীজীকে শ্রদ্ধা জানাতে সিমলা স্ট্রিটে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বছর স্বামীজীর ১৬৩ তম জন্মবার্ষিকী। ১২ জানুয়ারি প্রতিবছরের মতো এই দিনে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে গেলেন ডায়মন্ড হারবার এর তৃণমূল সাংসদ অভিষেক। এদিন স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে অভিষেক বলেন, ”আমি প্রতিবছর এখানে আসি। সম্মানীয় মহারাজরা আমাকে শ্রদ্ধা নিবেদন করার সুযোগ করে দিয়েছেন।”
৪১ বছর আগে ভারত সরকার স্বামীজির জন্মদিনকে জাতীয় যুব দিবস ঘোষণা করে। এই বিশেষ দিন সম্পর্কে বলতে গিয়ে অভিষেক বলেন, ”আজকের দিনটাও যুব দিবস। উনি বলেছিলেন জীব সেবা। আগামী কোনও দিন ওনার মতো মানুষকে আমরা পাব না। সবাইকে শুভেচ্ছা জানাব। সকলে ভাল থাকবেন। আমরা স্বামীজীর দেখানো পথেই যেন থাকি। এই বাংলা বরাবর সর্ব ধর্ম সমন্বয়ের কথা বলেছে।”
স্বামীজির আবির্ভাব দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে অভিষেকের অঙ্গীকার, “জাতি-ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে আমাদের তাঁর কথাগুলো মনে রাখা উচিত। আমি স্বামীজির জন্মদিন বলব না। কারণ জন্ম তাঁদের হয় যাঁদের কখনও না কখনও মৃত্যু ঘটে। আমি আবির্ভাব দিবস বলব। তিনি আজও আমাদের মধ্যে রয়েছেন। স্বামীজিই একমাত্র বিশ্ববরেণ্য, বীর সন্ন্যাসী, যিনি বলেছিলেন, গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেললে ঈশ্বরের বেশি নিকটে যাওয়া যায়। এরকম লোক কোনওদিন ভারতবর্ষ কেন গোটা পৃথিবীতে খুঁজে পাইনি। কোনও দিন পাবও না। এই বাংলা বরাবর সর্ব ধর্ম সমন্বয়ের কথা বলেছে। সকলে যেন আমরা স্বামীজীর দেখানো পথেই যেন থাকি।”
TMC leader Abhishek Banerjee says, “Swami Vivekananda’s ideas are applied to every step of life. Everyone should remember how Swami ji talked about the harmony of all religions. I will not say birthday because birth happens to those who die. Swami ji is still among us, today is Swami ji’s appearance day, youth day. Happy National Youth Day to all. We will continue to move on the path that Bengali repeatedly talks about the harmony of all religions. Did I say that one can reach God by playing football rather than reading Gita? The one who loves life is serving God. We have to keep that in mind in the future…”