সুমন তরফদার। কলকাতা সারাদিন।
“বাকি কোথায় কী হল, আমাদের বিষয় নয়। দিল্লির বিষয় দিল্লিতে। এখানে কোনও মন্তব্য নেই। বাংলায় ওসবের প্রভাবও নেই।” এভাবেই দিল্লিতে আম আদমি পার্টির পরাজয় ও বিজেপির প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের জবাব দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
২৬ বছর পর দিল্লিতে বিজেপির জয়ের পরই হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, “এবার বাংলার পালা।” বিজেপি ক্ষমতায় এলে কী করবে, তা নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এবার পাল্টা জবাব দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর স্পষ্ট জবাব, দিল্লি ভোটের প্রভাব পড়বে না বাংলায়।
দিল্লি বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরই শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরে এক জনসংযোগ কর্মসূচি থেকে বলেন, “দিল্লিতে আপের হার মানে তৃণমূলেরও হার। কারণ, আপকে সমর্থন জানিয়েছিল তারা।” দিল্লির পর এবার বাংলার পালা বলে তিনি মন্তব্য করেন। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আবাস যোজনায় সুবিধাপ্রাপকদের ১ লক্ষ ২০ হাজার টাকার বদলে ৩ লক্ষ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেন।

আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ বাংলায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এই প্রসঙ্গে শুভেন্দুর হুঁশিয়ারি, দিল্লি নির্বাচনের পর এবার বাংলার পালা। শুভেন্দু অধিকারী এই দাবি করা মাত্র এক্স হ্যান্ডলে কুণাল ঘোষ লেখেন, ২০২৬ সালের নির্বাচনে আড়াইশোর বেশি আসন পাবে তৃণমূল। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিল্লি ভোটের প্রভাব নিয়ে তিনি লেখেন, “বাকি কোথায় কী হল, আমাদের বিষয় নয়। দিল্লির বিষয় দিল্লিতে। এখানে কোনও মন্তব্য নেই। বাংলায় ওসবের প্রভাবও নেই।”