সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
খাস কলকাতার বুকে রাজ ভবন। অথচ সেই রাজভবনে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাদ দিয়ে দেওয়া হল কলকাতা পুলিশকে! এমন নিন্দনীয় ঘটনার সাক্ষী থাকলো বাংলার রাজভবন। আর বিষয়টি জানার পরেই সরাসরি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তীব্র ভর্ৎসনা করে নিজেই রাজভবনের গেটের বাইরে বেরিয়ে গিয়ে কলকাতা পুলিশের ব্যান্ড এর সঙ্গে নিয়ে এসে তাদের পারফরম্যান্স শুরু করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রজাতন্ত্র দিবসের বিকেলে প্রথা মাফিক রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্ত সেখানে রাজভবনের একটি কাজে ক্ষুন্ন হন মমতা। প্রায় আড়াইশো বছর আগে অর্থাৎ ব্রিটিশ আমল থেকেই চালু থাকা প্রথা অনুসারে প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় রাজভবনে চা চক্রের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থাকার কথা ছিল কলকাতা পুলিশের ব্যান্ডেও। কিন্তু রাজভবনের ফটকে তাদের বাধা দেওয়া হয়। ফলে কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যরা রাজভবনের ভিতরে প্রবেশ করতে পারেননি. অভিযোগ, কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যদের গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। বিষয়টি জানতে পেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান।
এরপরই গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হস্তক্ষেপেই শেষ পর্যন্ত , কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যরা রাজভবনের ভিতরে প্রবেশ করেন। প্রতি বছরই রাজভবনে প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় চা চক্রের আয়োজন করেন রাজ্যপাল। সেখানে কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যরা পারফর্ম করেন। এবারই কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যদের পারফর্ম করার কথা ছিল। কিন্তু রাজভবনের ভিতরে কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যদের দেখতে না পেয়েই ক্ষুন্ন হন মমতা।
সোজা রাজভবনের ফটকের কাছে চলে যান। সেখানে রাজভবনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যদের ভিতরে প্রবেশ করানোর ব্যবস্থা করে দেন। মমতা যে গোটা ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন সেটা তাঁর বক্তব্য থেকেই বোঝা গিয়েছে।
ভিডিওতে মমতাকে বলতে শোনা গিয়েছে, আপনি কখনই কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশকে অবহেলা করতে পারেন না। এরা কেউ একা নেই, দলগত ভাবে এসেছে। এরপর মমতা আরও বলেন, কোনওবার এমন হয় না। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
এরপর কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যরা রাজভবনের ভিতরে পারফর্ম করেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। জানা গিয়েছে ভুল বোঝাবুঝির কারণেই এই ঘটনা ঘটেছে।