রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
বহু বছর পরে আসে এমন যোগ, মহাকুম্ভে সেই কারণেই এবার জনতার ঢল। সাধারণ মানুষ তো বটেই, বলিউডের একাধিক তারকারাও গিয়ে পৌঁছেছেন মহাকুম্ভে। সেখানকার পুণ্যতোয়া গঙ্গায় ডুব দিয়ে যেন জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছেন অনেক মানুষ। আর সেখানেই এবার হাজির তনুজা কন্যা – তানিশা মুখোপাধ্যায়।
সম্প্রতি নিজের কিছু বন্ধুদের নিয়ে মহাকুম্ভে গিয়েছিলেন তিনি। তবে সেখানে গিয়ে এমন কী করলেন তিনি যে তাঁর মন্তব্য নিয়ে শুরু হল বিতর্ক?
সোশ্যাল মিডিয়ায় মহাকুম্ভে যাওয়ার টুকরো টুকরো ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। গেরুয়া শাড়ি পড়ে নেমেছেন জলে। আঁচল দুলিয়ে ছবিও তুলেছেন। তবে গঙ্গার জলে ডুব দিতে নাকি আপত্তি তাঁর। গেরুয়া বসন পরে জলে নেমেছিলেন বন্ধুদের সঙ্গে। কখনও জল ছিটিয়ে, কখনও আবার বন্ধুদের সঙ্গে হাতে হাত রেখে ছবি তোলেন তানিশা। কিন্তু এক চিত্রগ্রাহক তাঁকে ডুব দিতে বললেই বিপত্তি।
তানিশাকে এর চিত্রগ্রাহক জলে ডুব দিতে বললে তিনি বলে বসেন, ‘জল বড্ড নোংরা, একটা ডুবই ঠিক আছে।’ এরপরেই শুরু সমস্যা। তানিশার এই কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভাইরাল হয়ে যায়। ধেয়ে আসে নেতিবাচক মন্তব্য। অনেকেই বলেন যে, সিনেমা করতে এসেছেন না পুণ্য করতে? অনেকে আবার ছবি তোলারও বিরোধিতা করেন। অনেকেই বলেন যে তিনি কেবলমাত্র দেখানোর জন্যই কুম্ভে এসেছেন। পূণ্য-অর্জন করার তাঁর কোনও ইচ্ছাই নেই।

অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় সদ্যই পুণ্যস্নান করে এসেছেন পুণম পাণ্ডে। তিনিও পুণ্যস্নান করে কটাক্ষের স্বীকার হয়েছেন। সাদা কালো কুর্তি পরে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন পুণম।
তারপরেই তিনি জানিয়েছেন, ‘অনুভব করছি সব পাপ যেন ধুয়ে গেল’। পুণমের কথায়, ‘মহাকুম্ভ। জীবনকে যেন আরও একটু কাছ থেকে দেখা। যেখানে একজন ৭০ বছরের মানুষও খালি পায়ে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে যায়। যেখানে ভক্তির কোনও সীমা পরিসীমা নেই।’
পুণম আরও লিখেছেন, ‘যাঁরা মহাকুম্ভে এসে প্রাণ হারালেন, তাঁদের জন্য আমার প্রাণ কাঁদছে। আশা করি তাঁরা মোক্ষলাভ করেছেন। এখানকার ভক্তিভাব আমায় স্তদ্ধ করে দিয়েছে।’
মহাকুম্ভে স্নান করে কটাক্ষের স্বীকারও হয়েছেন পুণম। তবে সেইদিকে তিনি বিশেষ নজর দেননি। মহাকুম্ভে গিয়ে তাঁর যে মন ভরে গিয়েছে, সেই কথাই তিনি বারে বারে বোঝাতে চেয়েছেন।