সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
সফল ট্রায়াল রান বউবাজার সুড়ঙ্গের মধ্যে দিয়ে। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে এসপ্ল্যান্ড-শিয়ালদহে মধ্যে প্রথম পরীক্ষামূলকভাবে মেট্রো চালান হল।
সফল হল প্রথম ট্রায়াল রান বউবাজার সুড়ঙ্গের মধ্যে দিয়ে। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে এসপ্ল্যান্ড-শিয়ালদহে মধ্যে প্রথম পরীক্ষামূলকভাবে মেট্রো চালান হল।
মঙ্গলবার সকালে ইস্ট – ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদহ-এসপ্ল্যান্ড অংশে এই ট্রায়াল রান হয়েছে। মেট্রো রেলের এই অংশে ২.২৬ কিলোমিটার গ্রিন লাইনের মধ্যে পড়ে।
ট্রায়াল রানে উপস্থিত ছিলেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার ও কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান শ্রী পি উদয় কুমার রে়ড্ডি, মেট্রো রেলেওয়ে ও কেএমআরসিএল-এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে সকাল ১১.২০ মিনিটে একটি রেক এসপ্ল্যানেডের দিকে রওনা দেয়। এই ট্রায়াল রানের সময় জেনারেল ম্যানেজার মোটরম্যানস ক্যাবে উপস্থিত ছিলেন।
মেট্রোর এই ট্রায়াল রানে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যেতে সময় লাগে মাত্র ১১ মিনিট।
বউবাজারের এই অংশ মেট্রো চলাচল শুরু হয়ে গেলে সেক্টর ফাইভ থেকে এবার সরাসরি হাওড়া পর্যন্ত মেট্রো করেই পৌঁছে যাওয়া যাবে।
মেট্রো রেলের এই অংশ যাত্রা শুরু হলে হাওড়া থেকে শিয়ালদহ বা শিয়ালদহ থেকে হাওড়ার যাত্রীদের সুবিধে হবে।
২০১৯ সালে বউবাজারে ভয়াবহ বিপর্যয় হয়। মাটির নিচে মেট্রোরেলের কাজ চলার সময় মাটির উপরের অংশে পরপর বাড়িতে ফাটল দেখা দেয়। বেশ কয়েকটি বাড়ির একাংশ হেলে যায় কিংবা ভেঙে পড়ে। তাতেই দীর্ঘ দিন বন্ধ ছিল কাজ।
তারপরই মেট্রো কর্তৃপক্ষ অন্যাধুনিক যন্ত্র এনে বউবাজার এলাকার সুড়ঙ্গ তৈরি করতে পারে। যার কারণে একদিন সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ আর এসপ্ল্যান্ড থেকে হাওড়া পর্যন্ত কাটা সার্ভিসে মেট্রো চলত।
কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান শ্রী পি. উদয় কুমার রেড্ডি এই সফল ট্রায়াল রানের জন্য সকলকে অভিনন্দন জানিয়েছেন। তবে যাত্রী পরিষেবা কবে থেকে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি।