সুমন তরফদার। কলকাতা সারাদিন।
চোর চোর চোর টা… মঞ্চের কোন নেতাটা? মূলত ঝাড়খন্ডে বিজেপির নির্বাচনে জনসভার মঞ্চে এভাবেই মঞ্চে উপস্থিত প্রত্যেক বিজেপি নেতার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে তাদের মধ্যে থেকে চোর খোঁজার পালা শুরু হলো জনসমক্ষে।
স্টার ক্যাম্পেইনার হিসেবে ঝাড়খণ্ডে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী।
স্বাভাবিকভাবেই বিজেপির উত্তরীয় গলায় পরে মিঠুন চক্রবর্তী ঝাড়খন্ডে পৌঁছানোর পর থেকেই একের পর এক বিজেপি নেতা তাকে জড়িয়ে ধরে অথবা হাত ধরে মঞ্চে পৌঁছে দেন।
আর মঞ্চে মিঠুনের চারপাশে ঘিরে ছিল বিজেপির বেশ কয়েকজন প্রথম সারির নেতা। তার মধ্যে থেকেই কেউ মিঠুনের মানিব্যাগ চুরি করে নিলেন!
ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে খোয়া গেল খোদ বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী মানি ব্যাগ! ঝাড়খণ্ড বিধানসভা জিততে একেবারে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। মাটি কামড়ে প্রচার চালাচ্ছেন মোদী-শাহ। ঝড় তুলছেন একাধিক বিজেপি শীর্ষ নেতৃত্ব।
সে রাজ্যের নির্বাচনে (Jharkhand Assembly Election 2024) তারকা প্রচারকদের মধ্যে আছেন বাংলার মিঠুন চক্রবর্তীও (Mithun Chakraborty)।
সেই মতো ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নীরসার এলাকায় প্রার্থীর হয়ে প্রচারে যান বঙ্গ বিজেপি নেতা তথা অভিনেতা (Mithun Chakraborty)। আর সেখানে গিয়ে হঠাত অনুভুব করেন তাঁর সঙ্গে আর মানিব্যাগটি নেই। আর তা সামনে আসতেই একেবারে হইচই পড়ে যায়। প্রচার ছেড়ে কার্যত অভিনেতার মানিব্যাগ খুঁজতে নেমে পড়েন বিজেপি নেতা-কর্মীরা। এমনকি খবর চাউর হতেই বিজেপি নেতৃত্ব একেবারে মঞ্চ থেকেই মাইকিং করতে শুরু করেন। সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলতে থাকেন, মিঠুনদার মানি ব্যাগ পেয়ে থাকলে কৃপা করে ফিরিয়ে দিন।
কিন্তু কে কার কথা শোনে! একদিনে মানি ব্যাগ হারিয়ে মাথায় হাত অভিনেতার, অন্যদিকে তাঁকে দেখতে উপচে পড়ছে মানুষের ভিড়। এই ঘটনায় একেবারে শোরগোল ছড়িয়ে পড়ে। যদিও শেষমেশ ওই মানি ব্যাগ পাওয়া যায়নি বলেই খবর। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।