শোভন গায়েন। কলকাতা সারাদিন।
বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদ নিয়ে জল্পনা তুঙ্গে। মঙ্গলবার দুপুরে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আচমকা সন্দেশ নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে হাজির হন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যা বললেন, তাতে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
সোমবার বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে সাংসদদের বৈঠকের পর থেকেই এই পদ নিয়ে কানাঘুষো চলছিল। শুভেন্দু সেদিন সুকান্তকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেও, সুকান্তর রহস্যময় মন্তব্যে-“এটা শুভেচ্ছারও হতে পারে, ফেয়ারওয়েলেরও হতে পারে” জল্পনা আরও ঘনীভূত হয়। এর মধ্যে দিলীপের এই পদক্ষেপ ও বক্তব্য নতুন মোড় এনেছে।
মঙ্গলবার দুপুরে আচমকা সন্দেশ নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে হাজির হলেন খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ যা বলেছেন, তাতে ঘোষবাবুকে নিয়েও নতুন করে চর্চা শুরু হয়েছে।
রাজ্য সভাপতির তালিকায় আপনারও নাম রয়েছে বলে শোনা যাচ্ছে? অভিজ্ঞতার নিরিখে বাছা হবে নাকি নতুন মুখ আনা হবে? জবাবে দিলীপ বলেন, “নতুন মুখ আনা হবে কিনা জানি না, তবে অভিজ্ঞতার নিরিখেই হবে। চিন্তা করার কারণও নেই, শীঘ্রই সবটা জানতে পারবেন!”

এরপরই নিজস্ব ঘরানায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “আমি তো ইনিংসের পর ইনিংস খেলতে থাকি!খেলোয়াড়কে সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। সব পিচ, সব মাঠের জন্য, আর রাজনৈতিক কর্মীরা আগে থেকে জানে না, পার্টি কখন কাকে কী দায়িত্ব দেবে, ফলে সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়।”