ব্রেকিং
  • Home /
  • বাংলার রাজনীতি /
  • BJP Assembly Protest : বারুইপুরে শুভেন্দুর উপর হামলার অভিযোগে কেন ‘হামলা’, জবাব চেয়ে বিধানসভায় অধ্যক্ষকে কালো পতাকা দেখিয়ে কুশপুুতুল পুড়িয়ে বিক্ষোভ বিজেপি-র

BJP Assembly Protest : বারুইপুরে শুভেন্দুর উপর হামলার অভিযোগে কেন ‘হামলা’, জবাব চেয়ে বিধানসভায় অধ্যক্ষকে কালো পতাকা দেখিয়ে কুশপুুতুল পুড়িয়ে বিক্ষোভ বিজেপি-র

শোভন গায়েন। কলকাতা সারাদিন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বারুইপুর অভিযান ঘিরে ধুন্ধুমার। বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিজেপি বিধায়কদের হেনস্থার অভিযোগে সুর চড়াচ্ছে বিজেপি। রাজ্য সরকারের বিবৃতি দাবি করে অধিবেশন চলাকালীন স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। কালো পতাকা....

BJP Assembly Protest : বারুইপুরে শুভেন্দুর উপর হামলার অভিযোগে কেন ‘হামলা’, জবাব চেয়ে বিধানসভায় অধ্যক্ষকে কালো পতাকা দেখিয়ে কুশপুুতুল পুড়িয়ে বিক্ষোভ বিজেপি-র

  • Home /
  • বাংলার রাজনীতি /
  • BJP Assembly Protest : বারুইপুরে শুভেন্দুর উপর হামলার অভিযোগে কেন ‘হামলা’, জবাব চেয়ে বিধানসভায় অধ্যক্ষকে কালো পতাকা দেখিয়ে কুশপুুতুল পুড়িয়ে বিক্ষোভ বিজেপি-র

শোভন গায়েন। কলকাতা সারাদিন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বারুইপুর অভিযান ঘিরে ধুন্ধুমার। বিজেপি দলনেতা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

শোভন গায়েন। কলকাতা সারাদিন।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বারুইপুর অভিযান ঘিরে ধুন্ধুমার। বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিজেপি বিধায়কদের হেনস্থার অভিযোগে সুর চড়াচ্ছে বিজেপি। রাজ্য সরকারের বিবৃতি দাবি করে অধিবেশন চলাকালীন স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখানো হয়। কেন বিরোধী দলনেতার ওপর হামলা হল. তা নিয়ে জবাব দাবি করে বিজেপি।
অন্যদিকে, গতকালের ঘটনায় এফআইআর দায়ের করেছেন শুভেন্দু। কলকাতা হাই কোর্টে মামলাও হয়েছে। জেলায়-জেলায় চলছে বিক্ষোভ।

বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনের শুরুতেই বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বুধবার বারুইপুরে যে ঘটনা ঘটেছে সে প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, বিজেপি দলনেতা-সহ বিজেপির ৫০ জন বিধায়কের প্রাণঘাতী হামলার মতো পরিস্থিতি তৈরি হয়। আগে থেকে তাঁরা পুলিশের অনুমতি নিয়ে কর্মসূচি পালন করেছিলেন। কিন্তু তারপরও এই ধরনের পরিস্থিতি কেন তৈরি করা হল, তার জন্য তাঁরা রাজ্য সরকারের বিবৃতি দাবি করেন। দেখা যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কোনও বিবৃতির প্রসঙ্গেই যাননি।
স্পিকারকে কালো পতাকা দেখানো হয়। বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে সরকার পক্ষের বিবৃতি চায় বিজেপির শঙ্কর ঘোষ। স্পিকার বলেন, “বারুইপুরের বিষয়টি বিধানসভার বিষয় নয়।” এরপরই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়কেরা। ভিতরে স্লোগান ওঠে। কাগজ ছুড়ে প্রতিবাদও করা হয়। এরপর তাঁরা অধিবেশন থেকে ওয়াক আউট করেন। বিধানসভা চত্বরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়কেরা। কাগজ ছিড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, “গতকাল বারুইপুরে বিরোধী দলনেতার প্রাণহানি হতে পারত। দুষ্কৃতীদের ক্ষমতা দিয়ে ফ্র্যাঙ্কেস্টাইন বানাচ্ছে তৃণমূল। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?” যদিও পালটা স্পিকারের দাবি, “হাওয়ায় চিৎকার করে গেল ওরা। স্পিকারের চেয়ারের দিকে এভাবে আঙুল তোলা যায় না। বিষয়টা সম্পূর্ণ বাইরের।”

পাল্টা তৃণমূলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য, অপূর্ব সরকাররা অ্যাপ্রোপিয়েশন বিলের ওপরে আলোচনায় অংশ নিচ্ছেন। চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বলেন, “ওঁরা নির্বোধ। ওঁরা কী করছেন, তা ওঁরা জানেন না। সেই কারণেই এই ধরনের ভূমিকা পালন করছেন।” এরই মধ্যে দেখা যায়, স্পিকার মন্তব্য করেন, “ওঁরা চেয়ার পাওয়ার জন্য বড় বেশি অধৈর্য্য হয়ে গিয়েছেন। গণতন্ত্রে এভাবে চেয়ার পাওয়া যায় না।” টানা ৩২ মিনিট ধরে বিজেপি বিধায়করা স্লোগান দিয়ে যাচ্ছেন। বিধানসভার কর্মীরা স্পিকারের চেয়ারের পাশ ঘিরে রেখেছেন।

প্রসঙ্গত, অধিবেশনে বলতে বাধা দেওয়ার অভিযোগ। তাই জন্য স্পিকারের বিরুদ্ধে ‘নালিশ’ জানাতে স্পিকারের বিধানসভা কেন্দ্রতেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলের ডাক দিয়েছিলেন। বারুইপুরে দুটি পথসভা ছিল মহিলা তৃণমূল কংগ্রেসের। দু’পক্ষের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি হয়। তারই প্রতিবাদে এদিন উত্তপ্ত হয় বিধানসভা।


অন্যদিকে, বারুইপুরে ঘটনায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। সোমবার শুনানির সম্ভবনা। একইসঙ্গে বারুইপুরের ঘটনার প্রতিবাদে আগামী রবিবার হলদিয়া নিউ মার্কেট এলাকায় মিছিল করতে চায় বিজেপি। অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। এই মামলা দায়েরেও অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আগামিকাল শুনানির সম্ভবনা রয়েছে।

আজকের খবর