রাহুল সিংহ মজুমদার। কলকাতা সারাদিন।
বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর কালেকশনের ২৫ বর্ষ পূর্তিতে একের পর এক মোহময়ী রূপে ধরা দিলেন বলিউড তারকারা।
তবে আলাদাভাবে কালো শাড়ি আর পাথর বসানো স্লিভলেস ডিপ নেক ব্লাউজে নজর কাড়লেন আলিয়া ভাট।
ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সাড়া জাগানো বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। দেশের গণ্ডি পেরিয়ে হলিউডেও তাঁর পোশাকের কদর বাড়ছে।
২০২৪ সালের মেটগালায় তাঁর পোশাক গায়ে চাপিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট।
ডিজাইনার নিজেও হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে। আর এসবই সব্যসাচী অর্জন করেছেন ২৫ বছরের পথচলায়।
শনিবার ২৫ জানুয়ারি ভারতের মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে সব্যসাচী তাই নিজের ব্র্যান্ডের রজতজয়ন্তী উদ্যাপন করলেন ফ্যাশন শোয়ের মাধ্যমে, যেখানে তিনি তুলে ধরলেন তাঁর নতুন সংগ্রহ।
কালো রঙের ড্রেস কোডে রজতজয়ন্তীর পার্টিতে এসেছিলেন বলিউডের তারকারাও।
Palak Tiwari : খোলামেলা বিকিনিতে শুধুই শরীরী মাদকতা, এই বলিউড সুন্দরীর প্রেমেই নাকি মজেছেন সইফপুত্র
ফ্যাশন শো-র আরেক চমক ছিলেন আলিয়া ভাট। তার চলাফেরায় ঠিকরে বের হচ্ছিল যেন সাহসী দ্যুতি।
তিনি গায়ে জড়িয়েছিলেন কালো মুর্শিদাবাদী সিল্ক শাড়ি। সঙ্গে মাইক্রো (এক ধরনের স্লিভলেস ব্লাউজ) চোলি ।
আকর্ষণীয় ওই ব্লাউজে ছিল বেশ সূক্ষ্ম সূচের কাজ, নিপুণভাবে বসানো পাথর এবং হাতে আঁকা অ্যাপ্লিকস।
এই পোশাকে আলিয়া যেন স্নিগ্ধ অথচ আভিজাত্যের পরশ ছড়িয়ে দিচ্ছিলেন গোটা ফ্যাশন শো-তে।