সুষমা পাল মন্ডল। কলকাতা সারাদিন।
পাশে আছে অভিষেক। মেডিক্যাল শিবিরে চিকিৎসা করাতে এসেছিল ৯ বছরের আলতাফ হোসেন ঘরামি। শিশুটির হৃদযন্ত্রে একটি গুরুতর সমস্যা রয়েছে বলে জানা যায়। সমস্যাটি এতটাই জটিল ছিল যে, প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা উন্নততর চিকিৎসার প্রয়োজনীয়তা অনুভব করেন। ডায়মণ্ড হারবারের এসডিও মাঠে মডেল শিবিরে আরও পরীক্ষার পর নিশ্চিত করা হয় যে আলতাফের হৃদযন্ত্রে ছিদ্র রয়েছে।
এই খবর ডায়মণ্ড হারবারের সাংসদ ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছালে, তিনি তৎক্ষণাৎ শিশুটির বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আলতাফের দ্রুত ভর্তি প্রক্রিয়া জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (জিমস)-এ নিশ্চিত করেন। তিনি নিজে নিশ্চিত করেছেন যে শিশুটির প্রয়োজনীয় অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসা অবিলম্বে শুরু করা হবে।
এমন একটি উদ্যোগ ডায়মণ্ড হারবার অঞ্চলে শ্রী বন্দ্যোপাধ্যায়ের মানবিক দৃষ্টিভঙ্গি এবং দায়িত্ববোধের পরিচায়ক। চিকিৎসা খরচ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত পরিবারের জন্য এটি একটি বড় স্বস্তি।
অভিষেকের এই উদ্যোগ আবারও প্রমাণ করল যে, তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, একজন মানবিক নেতা হিসেবেও মানুষের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত। ডায়মণ্ড হারবারের সাধারণ মানুষ এই উদ্যোগের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞ।
অন্যদিকে, রবিবার ডায়মণ্ডহারবারের সেবাশ্রয় শিবিরে (Sebashroy Shibir) গিয়ে স্ট্রোকে আক্রান্ত হলেন এক বৃদ্ধ। শিবিরে উপস্থিত স্বেচ্ছাসেবক ও চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁকে জরুরি চিকিৎসার ব্যবস্থা করেন।
তবে তাঁর অক্সিজেনস্তর ক্রমাগত কমতে থাকলে তাঁকে ডায়মণ্ডহারবার মেডিক্যাল কলেজে রেফার করা হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেবাশ্রয় শিবিরের স্বেচ্ছাসেবকেরা দ্রুত তাঁকে ডায়মণ্ড হারবার মেডিক্যাল কলেজে ভর্তি করান। সেখানে জরুরি বিভাগের তাঁর চিকিৎসা চলছে এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন।