সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন আই সি এম আর এর সাম্প্রতিকতম রিপোর্টে পূর্ব ভারতের সেরা চিকিৎসা গবেষণা কেন্দ্রের শিরোপা জিতে নিল বাংলার এসএসকেএম হাসপাতাল।
আর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই রিপোর্ট আসার পরেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে এসএসকেএম হাসপাতালে সঙ্গে যুক্ত সমস্ত চিকিৎসক এবং প্রশাসনিক আধিকারিকদের এই সাফল্যের জন্য লন্ডন থেকেই শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা।
এসএসকেএম হাসপাতালের সাফল্যের কথা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে মমতা লেখেন, আইসিএমআরের রিপোর্টে পূর্ব ভারতের সেরা গবেষণা কেন্দ্র হিসেবে এসএসকেএম হাসপাতালের নাম উঠে আসায় আমি অত্যন্ত আনন্দিত। গোটা তালিকায় এসএসকেএম হাসপাতাল রয়েছে দ্বিতীয় স্থানে। হাসপাতালের সঙ্গে যুক্ত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি গোটা দেশের মধ্যে স্বাস্থ্য পরিকাঠামোর নিরিখে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা সকলের সেরা। তাই সমস্ত রাজ্যের কাছেই বাংলার স্বাস্থ্য পরিকাঠামো মডেল হয়ে উঠেছে। এই স্বীকৃতি আমাদের সেই বিশ্বাসকেই আরো দৃঢ় করলো। জয় বাংলা।
ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি হাসপাতালের কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে বেড না-পাওয়ার অভিযোগ। কেউ আবার চিকিৎসা করানোর জন্য অপেক্ষায় থাকেন প্রায় এক বছর।

এই অবস্থায় কিছুদিন আগেই দৃষ্টান্ত স্থাপন করে বিশ্বরেকর্ড গড়ে এসএসকেএম হাসপাতাল। ছুটি বাতিল করে প্রায় 20 বিভাগের চিকিৎসকরা হাতে হাত মিলিয়ে করে ফেললেন 185 গলব্লাডার অপারেশন। মাত্র পাঁচ দিনে 185 জনের গলব্লাডার অপারেশন করলেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। এর মধ্যে সর্বনিম্ন 14 বছরের এবং সর্বোচ্চ 82 বছরের রোগীর অস্ত্রোপচার করেছে এসএসকেএম হাসপাতাল।