সুমনা মিশ্র। কলকাতা সারাদিন।
পুজোর তোড়জোড় একটু একটু করে শুরু হয়েছে এ বাংলায়। বাড়ছে দোকান – বাজারে ভিড়। তারই মধ্য়ে মন খারাপের খবর দিন আবহাওয়া দফতর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সোমবার জোড়া ঘূর্ণাবর্ত একত্র হয়ে নিম্নচাপের রূপ নেবে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে।
অন্যদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকেই দেশ থেকে মৌসুমী বায়ু একটু একটু করে সরে যাবে। ২৩ সেপ্টেম্বর, সোমবার রাজস্থানের বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে। ধীরে ধীরে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি থেকে বর্ষা বিদায় নেবে। আপাতত পূর্ব-পশ্চিম অক্ষরেখা অন্ধপ্রদেশ উপকূল থেকে মায়ানমার উপকূল পর্যন্ত বিস্তৃত।
আপাতত জোড়া ঘূর্ণবর্ত রয়েছে দক্ষিণ মায়ানমার উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এই দুই ঘূর্ণাবর্ত এক সঙ্গে নিম্নচাপে পরিণত হবে সোমবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগোবে।
এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের অবস্থান । দক্ষিণ-পশ্চিম দিকে কিছুটা ঝুঁকে আছে । জানতে পারা গিয়েছে আগামী মধ্য বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তৈরি করার সম্ভাবনা রয়েছে ।
এরফলেই আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টিপাত বাড়তে পারে । বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।
বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে । একই সঙ্গে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে ।
ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় বইতে শুরু করবে । একই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রামে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । এই সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ।
মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে । থাকছে হলুদ সতর্কতাও ।
বুধবারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সর্বাধিক ১১০ মিলি বৃষ্টিপাত হতে পারে ।
কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে । থাকছে হলুদ সতর্কতাও ।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে । পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে ।
কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ।
উত্তরবঙ্গের দার্জিলিং, মালদহ, উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ।