সুহানা বিশ্বাস। কলকাতা সারাদিন।
খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার। বন্দুক-সহ দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে জানা যায়, আনন্দপুরের নোনাডাঙ্গা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আটক দু’জনকে জেরা করছে পুলিশ।
নাশকতার কোনও ছক ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। শহর কলকাতার বিভিন্ন প্রান্তে সার্চ অপারেশন চালাচ্ছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেই তল্লাশি চলাকালীন অস্ত্র বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশের এসটিএফ।
রবিবার কলকাতা পুলিশের এসটিএফ-এর কাছে খবর আসে এই আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বিষয়ে। এরপর দুজন সন্দেহভাজনকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করা হয়। এই বিরাট অস্ত্র সম্ভার নিয়ে অভিযুক্তরা কোথায় যাচ্ছিল, কেন যাচ্ছিলেন তা জানার চেষ্টা চালাবেন গোয়েন্দারা। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে ওই সকল আগ্নেয়াস্ত্রগুলি। একাধিক বাক্সের ভিতরে ওই আগ্নেয়াস্ত্রগুলি মজুত ছিল। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেগুলি ইম্প্রোভাইজড। অর্থাৎ অন্যত্র তৈরি করে এখানে নিয়ে আসা হয়েছে। যে ২ জনকে গ্রেফতার করছে তাঁরা নিজেরাই এইসব আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন, তেমন কোনও উদ্দেশ্য ছিল নাকি মোটা টাকার বিনিময়ে অন্য কারও হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল, যেখান থেকে আবার এইসব আগ্নেয়াস্ত্র চলে যেত অন্য জায়গায়- এই সব দিকই তদন্ত করে খতিয়ে দেখছে এসটিএফ। কোথায় এইসব অস্ত্র তৈরি হয়েছিল? কারা তৈরি করেছিল? এই পিছনে কে বা কারা যুক্ত রয়েছে সবই জানার চেষ্টা চলছে।

এর পাশাপাশি এটাও জানার চেষ্টা চলছে যে এই এলাকা দিয়ে কি আগেও এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হয়েছে নাকি এটাই প্রথম? আশপাশের বসতি এবং কিছুটা দূরে থাকা অফিস পাড়ার কেউ এর সঙ্গে যুক্ত কিনা সেই দিকটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।